ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কিংস অ্যারেনায় অপরাজিতই থাকতে চান কাবরেরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
কিংস অ্যারেনায় অপরাজিতই থাকতে চান কাবরেরা

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে প্রায় দুই বছরের বেশি সময় ধরে। বর্তমানে বাংলাদেশের ফুটবলের হোম গ্রাউন্ড বসুন্ধরা কিংস অ্যারেনা।

এই মাঠে কোনো হারের রেকর্ড নেই বাংলাদেশের।  

আগামীকাল এই মাঠে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। কিংস অ্যারেনায় অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রাখতে চান বলে জানিয়েছেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ের কাবরেরা।

আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বাংলাদেশের কোচ। প্রথম লেগের ম্যাচে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। ঐ ম্যাচের স্মৃতি মনে রাখতে চাননা বাংলাদেশ কোচ।  

হ্যাভিয়ের কাবরেরা বলেন, ‘আমরা জানি কালকের ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ। (মাঠে) দারুণ একটা আবহ থাকবে আশা করছি। কিংস অ্যারেনায় আমরা এখনো অপরাজিত। প্রথম ম্যাচটা সবার জন্যই অনেক হতাশার ছিল। অনেক ইতিবাচক বিষয়ও ছিল। এখন আমাদের ভাবনায় শুধুই কালকের ম্যাচ। সমর্থকদের ভালো কিছু উপহার দিতে চাই। ’

প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে দারুন একটা ম্যাচ উপহার দিতে চান কাবরেরা। আরও শক্তিশালি ভাবে নিজেদের মেলে ধরতে চান বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘বিরতির ঠিক আগ মুহূর্তে ২টি গোল হজম করা আমাদের জন্য কঠিন ছিল। সম্ভবত এটা মানসিকভাবে আমাদের জন্য বড় দাক্কা ছিল, এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে আরও দুই গোল খেলাম আমরা, তাতে ম্যাচ শেষ হয়ে গেল। ’

‘কিন্তু আবারও বলছি, এখন সময় পর্যালোচনার, বিশ্লেষণের এবং শেখার। ইতিবাচক দিকগুলো নিতে হবে, নিশ্চিতভাবে কিছু বিষয় অ্যাডজাস্ট করতে হবে। ফিরতি লিগে নিজেদের কাছে আমাদের প্রত্যাশা, চাহিদা আরও বেশি হতে হবে। আমরা জানি, নিজেদের মাঠে আমরা আরও বেশি শক্তিশালী। ’

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।