ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয়ে ফিরল আবাহনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
জয়ে ফিরল আবাহনী

আগের ম্যাচে ফর্টিস এফসির কাছে হোঁচট খেয়েছিল আবাহনী লিমিটেড। তবে আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-১ গোলে হারিয়ে আবারও জয়ে ফিরেছে তারা।

যদিও প্রথমে পিছিয়ে পড়ে আন্দ্রেস ক্রুসিয়ানির দল। তবে প্রথমার্ধের ভেতরই দুই গোল নিয়ে ম্যাচ শেষ করে আসে তারা।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে ম্যাচে অষ্টম মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহর গোলে এগিয়ে যায় শেখ জামাল। বক্সের বাঁ প্রান্ত থেকে আবু তোরের কাটব্যাকে বল পেয়ে দুর্দান্ত শটে জালের ঠিকানা খুঁজে নেন আব্দুল্লাহ। ২২ মিনিটে হিগর লেইতের শট পোস্টে না ঘেঁষলে ব্যবধান দ্বিগুণ করতে পারত শেখ জামাল।

তারপর খেলা চলে যায় আবাহনীর নিয়ন্ত্রণে। ২৮ মিনিটে আকাশী-নীলদের সমতায় ফেরান জনাথন ফার্নান্দেস। বক্সের ভেতর থেকে কর্নেলিয়াস স্টুয়ার্টের শট শেখ জামাল রুখে দিলে, ফিরতি শটে  কোনো ভুল করেননি তিনি।

যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। এবার বলের জোগানদাতা ফার্নান্দেস। তার থ্রু পাস ওয়াশিংটন ব্রান্দো অবশ্য নিয়ন্ত্রণে নিতে পারেননি। তবে তা চলে যায় কর্নেলিয়াসের পায়ে। সহজেই সেখান থেকে আবাহনীকে এগিয়ে দেন ।

দ্বিতীয়ার্ধে দুই দলই সেভাবে আক্রমণে সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় তুলে নেয় আবাহনী। এই জয়ে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তিনেই থাকল ক্রুসিয়ানির দল। এক ম্যাচ কম খেলা মোহামেডান ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আর ২৮ পয়েন্টে শীর্ষে বসুন্ধরা কিংস। ১৫ পয়েন্ট নিয়ে পাঁচে শেখ জামাল।

দিনের অপর ম্যাচে ময়মনসিংহে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। ২৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সৈয়দ কাজেম শাহ কিরমানি। ৫৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পুলিশের জিল্লুর রহমান। বাকি সময় দশ জনের বিপক্ষে খেলে ম্যাচে ফিরতে পারেনি শেখ রাসেল। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চারে পুলিশ। ১১ পয়েন্ট নিয়ে সাতে শেখ রাসেল।


বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।