ঢাকা, শুক্রবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

চেলসিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে সিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
চেলসিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে সিটি

ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ের আশা থমকে যায় চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতেই। তবে এখনো মৌসুমের বাকি দুটি ঘরোয়া শিরোপার অন্যতম দাবিদার তারা।

শনিবার রাতে চেলসিকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে পেপ গার্দিওলার দল। টানা দ্বিতীয়বার এই প্রতিযোগিতার ফাইনাল খেলতে যাচ্ছে তারা।

ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথমার্ধে সিটি বলের দখলে এগিয়ে থাকলেও লক্ষ্যে একটিও শট রাখতে পারেনি। এদিন অবশ্য আর্লিং হালান্ডকে ছাড়াই খেলতে নেমেছিল সিটি। কিন্তু ওই সময় চেলসির লক্ষ্যে শট ছিল ৩টি। দারুণ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা।

যেখানে বড় সুযোগ আসে ২৯ মিনিটে। চেলসির সেনেগালের স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন সিটি গোলকিপার স্তেফান ওরতেগাকে একা পেলেও শট টাইমিংয়ে গড়বড় করে ফেলেন। তাতে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
 

দ্বিতীয়ার্ধে ব্লুদের ওপর চাপ তৈরির চেষ্টা করে সিটি। কিন্তু গোছালো আক্রমণের অভাবে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। অবশেষে ডেডলক ভাঙে ৮৪ মিনিটে। চেলসি গোলকিপার জোর্জে পেত্রোভিচ কেভিন ডি ব্রুইনার শট ফিরিয়ে দিলেও বের্নার্দো সিলভা বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন। এই গোলই সিটিকে নিয়ে যায় ফাইনালের মঞ্চে।

রোববার ম্যানচেস্টার ইউনাইটেড ও দ্বিতীয় স্তরের ক্লাব কভেন্ট্রি সিটি লড়বে দ্বিতীয় সেমিফাইনালে। শিরোপার লড়াই হবে আগামী ২৫ মে।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।