ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ড্রয়ে শিরোপার অপেক্ষা বাড়ল পিএসজির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
ড্রয়ে শিরোপার অপেক্ষা বাড়ল পিএসজির

জিতলেই নিশ্চিত ছিল লিগ শিরোপা। কিন্তু সেখানে কোনোমতে হার এড়িয়েছে পিএসজি।

ঘরের মাঠে লে হাভরের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে তারা। তাই শিরোপার অপেক্ষা বাড়ল লুইস এনরিকের দলের। পরের ম্যাচে অবশ্য ড্র করলেই ১২তম বারের মতো লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হবে তারা।

লিগে বাকি আছে আর তিন ম্যাচ। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে মোনাকো। বাকি চার ম্যাচ থেকে সর্বোচ্চ ১২ পয়েন্ট আদায় করতে পারবে তারা। তাই শিরোপায় এক হাত দিয়েই রেখেছে পিএসজি।

এমনটাই বললেন কোচ লুইস এনরিকে, 'আমরা প্রায় চ্যাম্পিয়নই বলা যায়। যদিও গাণিতিকভাবে নয়, তবে আমার মনে হয় আমরা তা বলতে পারি। '

ঘরের মাঠে ম্যাচের ১৯ মিনিটেই পিছিয়ে যায় পিএসজি। তবে ১০ মিনিট পর ব্রেডলি বারকোলার গোলে সমতায় ফেরে তারা। যদিও বিরতির আগেই ফের এগিয়ে যায় লা হাভরে। বল পজেশন কম থাকলেও দ্বিতীয়ার্ধে পিএসজির ওপর চাপ বজায় রাখে সফরকারীরা। ম্যাচের ৬০ মিনিটে পেনাল্টি থেকে তাদের হয়ে ব্যবধান বাড়ান আব্দুলায়ে তোরে।

হারের মুখে থাকা পিএসজি ম্যাচে ফেরে শেষ ২০ মিনিটের লড়াইয়ে। ৭৮ মিনিটে আশরাফ হাকিমির গোলে ব্যবধান কমায় তারা। আর যোগ করা সময়ে তাদের সমতায় ফেরান গনসালো রামোস। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নেমেও খুব একটা ব্যবধান গড়তে পারেননি কিলিয়ান এমবাপ্পে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
এএইচএস

  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।