ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মোনাকোর হারে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
মোনাকোর হারে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি

দুদিন আগেই ঘরের মাঠে লে হাভরের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে শিরোপার অপেক্ষা বাড়ে পিএসজির। পরের ম্যাচে জিতলেই ফরাসি লিগ ওয়ানের চ্যাম্পিয়ন হতো তারা।

কিন্তু তার আগেই শিরোপা জয় নিশ্চিত হয়ে গেল কিলিয়ান এমবাপ্পেদের।  

গতকাল অলিম্পিক লিওঁর কাছে দুইয়ে থাকা মোনাকো ৩-২ গোলে হেরে যাওয়ায় তিন ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতে নিল পিএসজি। ৩১ ম্যাচে পিএসজির পয়েন্ট ৭০; মোনাকোর ৫৮। অর্থাৎ বাকি তিন ম্যাচ জিতলেও পিএসজিকে ধরতে পারবে না মোনাকো।

এ নিয়ে লিগ ওয়ানে নিজেদের ১২তম শিরোপা জিতল পিএসজি। সবশেষ ১১ মৌসুমে ১০ বারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। এখন লুইস এনরিকের দলের সামনে অপেক্ষা করছে আরও বড় লড়াই। প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন দেখছে তারা। আগামী মাসে আসরের সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে প্যারিসিয়ানরা।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।