ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

লেভানদোভস্কির হ্যাটট্রিকে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
লেভানদোভস্কির হ্যাটট্রিকে বার্সার জয়

ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। তবে কিছুক্ষণ পরেই পিছিয়ে পড়ে তারা।

উল্টো এগিয়ে যায় ভালেন্সিয়া। বিরতির পর চমক দেখান রবের্ত লেভানদোভস্কি। হ্যাটট্রিক করে দলকে জিতিয়ে টেবিলের দুইয়ে তোলেন তিনি।  

গতকাল রাতে ভালেন্সিয়ার বিপক্ষে ৪-২ ব্যবধানে জয়লাভ করে বার্সা। দলটির হয়ে হ্যাটট্রিক করেন লেভানদোভস্কি। বাকি গোলটি আসে ফেরমিন লোপেস থেকে। ভালেন্সিয়ার হয়ে গোল দুটি করেন হুগো দুরো ও পেপেলু।  

দারুণ শুরুর পর ২২তম মিনিটে এগিয়ে যায় বার্সা। রাফিনিয়ার ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন লোপেস। তবে এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ২৭তম মিনিটে ভালেন্সিয়াকে সমতায় ফেরান হুগো দুরো। টের স্টেগেনের ভুলে বল পেয়ে সুযোগের সফল ব্যবহার করেন তিনি।  

৩৮তম মিনিটে এগিয়ে যায় ভালেন্সিয়া। গনসালেসকে রোনালদ আরাউহো ফাউল করলে পেনাল্টি পায় তারা। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন পেপেলু। তবে প্রথমার্ধে গিয়ে দুঃসংবাদ পেতে হয় তাদের। নিজের ভুলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দলের গোলরক্ষককে।  

বিরতির পর দুর্দান্ত হয়ে ওঠে বার্সেলোনা। একের পর এক আক্রমণ চালাতে থাকে দলটি। ৪৯তম মিনিটে তাদের সমতায় ফেরান লেভানদোভস্কি। ইলকাই গিনদোয়ানের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ৮২তম মিনিটে ফের বার্সাকে এগিয়ে নেন পোলিশ তারকা। কর্নার থেকে উড়ে আসা বল আরাউহোর হেড থেকে পেয়ে যান তিনি। পাল্টা হেডে বল জালে পাঠাতে ভুল করেননি এই স্ট্রাইকার।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন পোলিশ তারকা। তার জোরাল শটে ঝাঁপিয়ে বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি গোলরক্ষক। লা লিগায় লেভানদোভস্কির এটা প্রথম হ্যাটট্রিক। এবারের লিগে তার মোট গোল হলো ১৬টি।

এই জয়ে ৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে বার্সেলোনা। ২ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে জিরোনা। সমান ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শিরোপার খুব কাছে রিয়াল মাদ্রিদ। ৪৭ পয়েন্ট নিয়ে আট নম্বরে ভালেন্সিয়া।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।