ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ফুটবল

রিয়ালের মাঠে জয়ের লক্ষ্য টুখেলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মে ১, ২০২৪
রিয়ালের মাঠে জয়ের লক্ষ্য টুখেলের

ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রিয়াল মাদ্রিদকে হারাতে পারেনি বায়ার্ন মিউনিখ। পরের লেগে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামবে দুই দল।

রিয়ালের ঘরের মাঠে জয়ের স্বপ্ন দেখছেন বায়ার্ন কোচ টমাস টুখেল। ম্যাচের পর এমনটাই জানিয়েছেন তিনি।  

টুখেল বলেন, ‘এটা বিশ্বাস করা গুরুত্বপূর্ণ যে, অবশ্যই এটা সম্ভব (মাদ্রিদে জেতা)। এটি এখনও ৫০-৫০ ম্যাচ এবং আমি মনে করি, আমরা সেখানে দুর্দান্ত সুযোগ পেতে সক্ষম হবো। লক্ষ্যটি একেবারে পরিষ্কার, আমাদের জিততে হবে। আমাদের সাহসী আর আত্মবিশ্বাসী হতে হবে। এবং খেলায় খুব সতর্ক থাকতে হবে। ’

প্রথমে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে দ্রুত দুই গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। কিন্তু তারা প্রথমার্ধেই বেশ কিছু সুযোগ মিস করে। যা নিয়ে পুরোপুরি হতাশ টুখেল।

নিজের হতাশা প্রকাশ করতে গিয়ে টুখেল বলেন, ‘আমরা তৃতীয় গোল করতে পারতাম। কিন্তু আমরা যথেষ্ট সতর্ক ছিলাম না। আমাদের তৃতীয় গোল করার যথেষ্ট সুযোগ ছিল এবং কিছু ত্রুটি ছিল। পরিস্থিতি পরিষ্কার, আমরা সেখানে যাব এবং আমাদের যেকোনো মূল্যে জয় নিয়েই আসতে হবে। ’

তিনি আরও বলেন, ‘ফলাফল তো ফলাফলই, এটা নিয়ে বেশি সময় ব্যয় করে আলোচনা করার কোনো মানে হয় না। রিয়াল মাদ্রিদ এর আগেও এটি করেছে। দুটি সুযোগের মধ্যে দুটি গোল করেছে। আমরা প্রথম দল নই যেখানে এটি ঘটেছে। তারা ক্লিনিক্যাল এবং এটির জন্য তাদের অপেক্ষা করার ধৈর্য রয়েছে। রিয়াল মাদ্রিদ (প্রতিপক্ষ) দলগুলোর সঙ্গে এটি করে। তাই দীর্ঘ সময় ধরে আমাদের হতাশ থাকা উচিত নয়। ’

অপরদিকে রিয়াল কোচ আনচেলত্তি দাবি করছেন, তার দল মিউনিখে নিজেদের সেরা দিয়ে খেলেনি বা খেলতে পারেনি। ভিনিসিয়ুস জুনিয়র একাই জোড়া গোল করেছেন যদিও, তারপর রিয়াল আরও ভালো খেলতে পারতো বলেই মনে করেন আনচেলত্তি।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।