বলা হচ্ছে, ইংলিশ প্রিমিয়ার লিগে কে চ্যাম্পিয়ন হবে তা নির্ভর করছে টটেনহাম হটস্পার্সের ওপর। কিন্তু লন্ডনের এই ক্লাবটি নিজেকেই হারিয়ে খুঁজছে।
প্রথমার্ধের ২৪ মিনিটে ট্রেভর চালোবার গোলে এগিয়ে যায় চেলসি। কনর গ্যালাগারের ফ্রি কিক থেকে দারুণ হেডে জাল খুঁজে নেন চালোবার। পিছিয়ে যাওয়ার পর খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি টটেনহাম। কিন্তু ৭২তম মিনিটে আবারও গোল হজম করে তারা। কোল পারমারের ফ্রি কিক বারে লেগে ফিরে এলেও সেখান থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন নিকোলাস জ্যাকসন।
এই হারের পর ৩৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচেই আছে টটেনহাম। তাদের থেকে এক ম্যাচ বেশি খেলে ৬৭ পয়েন্ট নিয়ে চারে অ্যাস্টন ভিলা। ঘরের মাঠে দারুণ ছন্দে থাকা চেলসি ৩৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে আটে উঠেছে।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, মে ৩, ২০২৪
এএইচএস