জাতীয় দলের ১৫ ফুটবলারকে নিয়ে দল গড়া নাসরিন স্পোর্টস একাডেমি এবারের নারী লিগের টপ ফেবারিট। লিগে টানা চার ম্যাচ জিতে দারুণ ছন্দে ছিল তারা।
ম্যাচের ৪২ সেকেন্ডে গোল করে লিড নিয়েছিল আতাউর রহমান ভূঁইয়া কলেজ এসসি। একটি আক্রমণ রুখতে ব্যর্থ হন নাসরিনের রক্ষণভাগের খেলোয়াড়রা। গোলরক্ষক রূপনা চাকমা পোস্ট ছেড়ে সামনে এসে বল ক্লিয়ারের চেষ্টা করেন। তবে ব্যর্থ হন রূপনা। সুযোগ পেয়ে নাসরিন স্পোর্টসের জালে বল জড়াতে ভুল করেননি সুরভী আক্তার প্রীতি।
পঞ্চম মিনিটে সমতায় ফিরে নাসরিন একাডেমি। সাবিনা খাতুনের সঙ্গে বল দেওয়া নেওয়া করে আক্রমণে ওঠেন ঋতুপর্ণা চাকমা। নিজে শট না নিয়ে ক্রস বাড়ান দূরের পোস্টে থাকা কৃষ্ণা রানী সরকারের উদ্দেশে। ছুটে গিয়ে নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন কৃষ্ণা।
২১তম মিনিটে নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় নাসরিন একাডেমি। কৃষ্ণার থ্রু পাস দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে যায়। বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের প্লেসিং শটে গোল করেন সাবিনা। এরপর জয়ের পথে থাকা নাসরিন স্পোর্টসকে হতাশায় ডুবিয়ে ৮৪ মিনিটে এআরবিসিকে ম্যাচে ফেরার গোল এনে দেন সুরভী আকন্দ।
আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। নাসরিনকে রুখে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে দারুণভাবে ফিরে এসেছে তারা। ৫ ম্যাচে নাসরিনের পয়েন্ট ১৩। এক ম্যাচ বেশি খেলা আতাউর রহমান কলেজ স্পোর্টিং ক্লাবেরও পয়েন্ট ১৩।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এআর/এএইচএস