ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

প্রিমিয়ার লিগ ও এফএ কাপ ফাইনাল থেকে ছিটকে গেলেন এদেরসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, মে ১৬, ২০২৪
প্রিমিয়ার লিগ ও এফএ কাপ ফাইনাল থেকে ছিটকে গেলেন এদেরসন

টটেনহামের বিপক্ষে ম্যাচেই চোখে আঘাত পান এদেরসন। তার পরিবর্তে নেমে বাজিমাত করেন স্টেফান ওর্তেগা।

নিশ্চিত গোলের হাত থেকে ম্যানচেস্টার সিটিকে রক্ষা করেন এই গোলরক্ষক।

তবে তা সত্ত্বেও পোস্টের নিচে সিটির প্রথম পছন্দ এদেরসন। কিন্তু চোখের ইনজুরির কারণে ব্রাজিলিয়ান গোলরক্ষককে প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ও এফএ কাপ ফাইনালে পাচ্ছে না সিটি। ইংলিশ ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, স্ক্যান করার পর এদেরসনের ডান চোখের সকেটে চিড় ধরা পড়েছে। তাই মৌসুমের শেষ দুটি ম্যাচে পাওয়া যাবে না তাকে।

প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে রোববার ওয়েস্ট হামের মুখোমুখি হবে সিটি। ৩৭ ম্যাচে  ৮৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। তাই সিটির জন্য শেষ ম্যাচে পা হড়কালেই হতে পারে বিপদ। এফএ কাপের ফাইনালে ২৫ মে তাদের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।