ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নির্ধারিত সময়ে সমতায় কিংস-মোহামেডান

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মে ২২, ২০২৪
নির্ধারিত সময়ে সমতায় কিংস-মোহামেডান

ট্রেবল জয়ের লক্ষ্যে মোহামেডানের বিপক্ষে ফেডারেশনর কাপের ফাইনালে মাঠে নেমেছে বসুন্ধরা কিংস। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ড্র হয়েছে ১-১ গোলে।

পিছিয়ে পড়েও ম্যাচে ফিরেছে কিংস।  

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে দুই দল। একের পর এক আক্রমণেই বোঝা যাচ্ছিল এই ম্যাচের গুরত্ব তাদের কাছে কতটা। শুরুতে আক্রমণের চেষ্টা চালিয়ে গেলেও পরিস্কার কোনো গোলের সুযোগ তৈরি করতে পারছিল না কেউই।

একটু পরই অবশ্য ভালো সুযোগ আসে দরিয়েলতনের সামনে কিন্তু মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন দারুণ দক্ষতা দেখিয়েছেন। রাকিবের বাড়ানো বল বক্সে পেয়ে শটও নেন দরিয়েলতন কিন্তু তা আটকে দেন সুজন। ৩৭ মিনিটে সুযোগ নষ্ট করেন সোহেল রানা জুনিয়র। রাকিবের কাটব্যাক বক্সের ওপর থেকে পোস্টে রাখতে পারতেন। কিন্তু ফাঁকায় পেয়েও ঠিকঠাক শটই নিতে পারেননি এই মিডফিল্ডার।

খেলার ৪১ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় মোহামেডান। দিয়াবাতের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সে ঢুকে পড়া এমানুয়েল সানডের শট তপু বর্মণের গায়ে লেগে দিক বদলে বাইরে চলে যায়। দুই মিনিট পরই আরেকবার কিংসের রক্ষণ কাঁপায় সাদা-কালোরা। বাম প্রান্ত থেকে আরিফের ক্রস অন্য প্রান্তে দিয়াবাতে ভলি করেছিলেন কিন্তু মেহেদি হাসান তা গ্লাভসে নিয়ে নেন।

প্রথমার্ধে হলুদ কার্ড দেখার পর স্বাভাবিক ছন্দে খেলতে পারছিলেন না বিশ্বনাথ ঘোষ যেকারণে মধ্যবিরতির পর তাকে আর মাঠে নামাননি কিংস কোচ অস্কার ব্রুজোন। তার পরিবর্তে বদলি নামেন জাহিদ হোসেনকে।

দ্বিতীর্ধের ৪৮ মিনিটে ডান প্রান্ত থেকে তপুর ক্রসে দারুন সুযোগ এসেছিল দোরিয়েলতনের সামনে। তপুর ক্রসে অ্যাক্রোবেটিক শট করতে চেয়েছিলেন এই ব্রাজিলয়ান। তবে বলে পা ছোয়াতে পারেননি তিনি। দুই মিনিট পরেই পাল্টা আক্রমনে মোজাফরভের দূর পাল্লার শট ক্রসবারের উপর দিয়ে যায়।

৫৬ মিনিটে মাহবুবের ডিফেন্স চেরা পাস বক্সের মধ্যে পেয়ে যান সুলেমানে দিয়াবাতে। তবে কোনও বিপদ হতে দেননি ববুরবেক। ৫৯ মিনিট থেকে ৬৩ মিনিট বসুন্ধরার উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মোহামেডান। বদলি নেমেই মোহামেডানের খেলার ধরন বদলে দেন শাহরিয়ার ইমন। দিয়াবাতের ক্রস থেকে ইমনের শট ঠেকান কিংস গোলরক্ষক শ্রাবন। পরের মিনিটেই দিয়াবাতের কর্নার থেকে ইমনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।  

এরপর বসুন্ধরার উপর চাপ বজায় রেখে খেলতে থাকে মোহামেডান। ৬৩ মিনিটে ডেডলক ভাঙ্গেন এমানুয়েল সানডে। ইমনেরর পাস থেকে বল পেয়ে নিজের জন্য যায়গা তৈরি করে নেন সানডে। তার গ্রাউন্ডেড শট ফেরানো জন্য কোনও জবাব ছিল না শ্রাাবনের কাছে।

৬৭ মিনিটে প্রায় ৩৫ গজ দূর থেকে মিগেলে ফ্রি-কিক পোষ্ট ঘেষে বেরিয়ে যায়। গোলের পর আক্রমণে ধার বাড়ায় মোহামেডান। ৭১ মিনিটে সানডের বাড়ানো বলে বক্সের মধ্যে বল পান সানডে। তবে ডিফেন্স ভেদ করতে পারেননি তিনি। পরের মিনিটেই বক্সের বাঁ প্রান্ত থেকে নেয়া আিরিফের শট ফিরিয়ে দেন শ্রাবন।  

৭৭ মিনিটে গোলরক্ষকে একা পেয়েও কাজে লাগাতে পারেননি দোরিয়েলতন গোমেজ। রবসনের বাড়ানো বল বক্সের মধ্যে পেয়ে যান দোরিয়েলতন। তবে তার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন। পরের মিনিটেই কাউন্টার অ্যাটাকে কিংসের রক্ষণে আবারও ভীতি ছড়ায় সাদা-কালোরা।  

৮১ মিনিটে প্রায় ৩৫ গজ দূর থেকে রবসনের বুলেট গতির শট সাইড বারে লেগে ফিরে আসে। ফিরতি বলেই কাউন্টার অ্যাটাকে ওঠে মোহামেডান। সতীর্থের পাস থেকে বল ধরে একাই কিংসের বক্সে ঢুকে যান দিয়াবাতে। তার শট ফিরিয়ে দেন শ্রাবন। গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।  

৮৫ মিনিটে আবারও গোলের সুযোগ হাতছাড়া করেন রবসন রবিনহো। রবসনের শট সরাসরি গ্লাভসবন্দী করেন সুজন। তবে ৮৭ মিনিটে কিংসের ত্রাতা হয়ে আসেন মিগেল। প্রায় মাঝ মাঠ থেকে একাই বল টেনে নিয়ে যান এই ব্রাজিলিয়ান। বক্সের ভেতর ঢুকে দারুণ এক শটে বল জালে জড়ান মিগেল। উল্লাসে ফেটে পড়েন গ্যালারির সমর্থকরা।

এরপর দুই দলই লিড নিতে মরিয়া হয়ে উঠলেও নির্ধরাতি সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। চলছে অতিরিক্ত সময়ের খেলা।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ২২, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।