ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

দেশ জয় করে এবার বিদেশে নজর কিংসের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মে ২২, ২০২৪
দেশ জয় করে এবার বিদেশে নজর কিংসের

ঘরোয়া ফুটবলে সম্ভাব্য সব শিরোপাই ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। এবারের মৌসুমে জিতেছে ঘরোয়া ট্রেবলও।

সব প্রাপ্তির পর এবার আন্তর্জাতিক অঙ্গনে ভালো করার প্রত্যয় বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসানের।  

আজ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতেছে কিংস। দ্বিতীয় ক্লাব হিসেবে ট্রেবল জয় করেছে তারা। নিজের অনুভূতি জানাতে গিয়ে ক্লাবটির সভাপতি বলেন, ‘আসলে ছয় বছরের পথচলায় আমরা অনেক গুলো ট্রফি জিতেছি। দশটা ট্রফি জিতেছি। কয়েকবার ডাবলস পর্যন্ত জিতেছি। কিন্তু ট্রেবলটা ধরা দিচ্ছিল না। সেই অধরা ট্রফিটা আজ ধরা দিয়েছে সভাবতই আমরা আনন্দিত। নতুন দল হিসেবে সেই আনন্দে বাড়তি মাত্রা যোগ হলো। ’

বসুন্ধরা কিংস দেশের ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছে বারবারই। এবার আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেলে ধরতে চান বলে জানিয়েছেন কিংস প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আসলে আমরা ঘরোয়া অনেকগুলো প্রতিযোগিতায় জিতেছি। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে লক্ষ্য ছিল সেটা আমরা পুরোপুরি পূরণ করতে পারিনি। আমরা চেষ্টা করবো সামনে আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো কিছু করার। কিংস আন্তর্জাতিক পর্যায়ে ভালো কিছু করলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে আমরা সেই চেষ্টা করবো।  

আন্তর্জজাতিক অঙ্গনে ভালো করতে দলে রদবদল করার কথা জানিয়ে তিনি বলেন, ‘আগামী মৌসুমে আমরা কিছু রদবদদল করবো। সেটা দেশি এবং বিদেশী দুই ফুটবলারের ক্ষেত্রেই। এই রদবদলের ফলে আমি মনে করি আগামী মৌসুমে দলটা আরও শক্তিশালী হবে। ’

ট্রেবল জয়ে দলের ফুটবলারদের জন্য পুরস্কারের ঘোষণা আসছে বলে জানিয়েছেন কিংস প্রেসিডেন্ট ইমরুল। তবে কি পুরষ্কার আসছে তা জানাননি। ইমরুল হাসান বলেন, ‘ট্রেবল যেহেতু জিতেছি খেলোয়াড়দের জন্য অবশ্যই ভালো কিছু থাকবে। তবে সেটা আমরা ঢাকায় গিয়ে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নিব। ’

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মে ২২, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।