ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

বার্সায় আড়াই মৌসুম কাটিয়ে ‘গর্বিত’ জাভি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মে ২৫, ২০২৪
বার্সায় আড়াই মৌসুম কাটিয়ে ‘গর্বিত’ জাভি

খেলোয়াড়ি জীবনের প্রায় পুরোটাই কাটিয়েছেন বার্সেলোনায়। কিন্তু কোচ হিসেবে সেখানে সময়টা খুব বেশি দীর্ঘ হলো না জাভি হের্নান্দেসের।

যদিও মৌসুমের মাঝপথেই ছেড়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। পরে সেখান থেকে সরেও আসেন। কিন্তু মৌসুমের শেষদিকে এসে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় বার্সা।

ছাঁটাইয়ের শিকার হলেও প্রাণের ক্লাবটিতে আড়াই মৌসুম কাটাতে পেরে গর্বিত বোধ করছেন জাভি। ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তায় এই কোচ বলেন, 'প্রিয় ভক্তরা, বার্সার ডাগআউটে আমার সময় শেষ হতে যাচ্ছে রোববার। প্রাণের ক্লাবটি থেকে চলে যাওয়াটা সহজ নয়। কিন্তু আড়াই বছরের মতো হেড কোচ হিসেবে ড্রেসিংরুমে থাকাটা আমার কাছে ছিল দ্বিতীয় বাড়ির মতো, যা নিয়ে আমি খুবই গর্বিত। '

'সমর্থন ও ভালোবাসার জন্য ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমার পাশে ছিল এবং ফুটবলার থাকার সময় যে সম্মান দেওয়া হয়েছিল, সেই একই সম্মান আমাকে দিয়েছেন তারা। রোববার থেকে স্ট্যান্ডে আমি আরেকজন বার্সা সমর্থক হিসেবে থাকব, হোক সেটা এখনকার এস্তাদি অলিম্পিকে বা কয়েকমাস পর ক্যাম্প ন্যুতে। কারণ খেলোয়াড় বা কোচ হওয়ার আগে আমি একজন বার্সা ভক্ত এবং প্রাণের ক্লাবটির সবচেয়ে ভালো করুক, এটাই চাই আমি। '

'দুর্দান্ত স্টাফ ও এক দল অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছি আমি। গত বছর লিগ ও সুপার কাপ নিয়ে যে লক্ষ্য ঠিক করেছিলাম আমরা, সেটা অর্জন করায় তাদের সবাইকে ধন্যবাদ। এই মৌসুমে আমরা যেমন চেয়েছিলাম, সেভাবে কাটাতে পারিনি, তবে লা মাসিয়ার নতুন প্রজন্মের তরুণ ফুটবলারদের বেড়ে ওঠতে সাহায্য করেছি আমরা। যারা সমস্ত বার্সা ভক্তদের রোমাঞ্চিত করে। '

'ভক্ত, স্টাফ, ক্লাবের কর্মচারী, প্রেসিডেন্ট, বোর্ড অব ডিরেক্টর , স্পোর্ট ডিরেক্টর, মিডিয়া এবং যাদের সঙ্গে এই আড়াই মৌসুম কাটিয়েছি, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। '

রোববার সেভিয়ার বিপক্ষে লা লিগায় মৌসুমে নিজেদের শেষ ম্যাচটি খেলবে বার্সা।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মে ২৫, ২০২৪
এএইচএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।