বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপে দুটি ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের। দুটি ম্যাচের একটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় ৬ জুন, অন্যটি লেবাননের বিপক্ষে ১১ জুন কাতারের দোহায়।
সভা শেষে কাজী নাবিল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিশ্বকাপ বাছাইয়ে সামনেই দুটি ম্যাচ রয়েছে, ৬ ও ১১ জুন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় প্রথম ম্যাচ হবে। কাতারে হবে লেবাননের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। ৪ জুন দুপুর সাড়ে ১২টায় অস্ট্রেলিয়া ঢাকায় আসবে। খেলার পরই চলে যাবে। তাদের একটি দল এরইমধ্যে ঢাকায় ঘুরে গেছে। আরও একটি দল আসবে। তাদের চাহিদা অনুযায়ী সবকিছু করছি। সমন্বয় করে করা হচ্ছে। ’
আগের ম্যাচগুলো পর্যালোচনা করছে টিমস কমিটি। কাজী নাবিল বলেছেন, ‘কুয়েতের ম্যাচ আমরা পর্যালোচনা করেছি। শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের এখন সামনে দুটি ম্যাচে ভালো করার সুযোগ আছে। যদিও অস্ট্রেলিয়া অনেক ভালো দল। এরইমধ্যে আমাদের দল সৌদি আরবে ক্যাম্প করেছে। লেবানন কিংবা ফিলিস্তিনের মতো দল এখন তেমন অপরিচিত নয়। যদি লেবাননের বিপক্ষে ইতিবাচক ফল করতে পারি তাহলে ভালো হবে। কোচকে সেভাবে বলা হয়েছে। '
এছাড়া হামজা চৌধুরী ও সুলেমানে দিয়াবাতের বিষয়েও আশার কথা বলেছেন নাবিল। তিনি বলেন, 'হামজা যেদিন লন্ডন দূতাবাসে গিয়েছিল সেদিন একটা কাগজ কম ছিল। সিস্টেমে আপলোড করা যাচ্ছিল না। ভুল বোঝাবুঝি ছিল। এরপর ও চলে গিয়েছিল। এ নিয়ে হাইকমিশনারের সঙ্গে সরাসরি কথা হয়েছে আমার। হামজার মায়ের সঙ্গেও হাইকমিশনারের কথা হয়েছে। হামজা ছুটিতে গেছে। যখন ও সময় পাবে তখন আসবে। ঢাকাতে যে প্রক্রিয়া ফলো করতে হবে তা আমরা ফলোআপের মধ্যে রেখেছি। দিয়াবাতের বিষয়টিও আলোচনা করেছি। ভিন্ন বিষয়। আশা করছি সবকিছু দ্রুত এগিয়ে যাবে। '
বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় বিকাল পৌনে ৫টায় কিংস অ্যারেনায় ম্যাচটি হবে। এরপর কাতারের আল সাদ স্টেডিয়ামে লেবাননের বিপক্ষে ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এআর/আরইউ