ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

ফুটবল

বাংলাদেশকে সমীহ করছে চাইনিজ তাইপে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মে ৩০, ২০২৪
বাংলাদেশকে সমীহ করছে চাইনিজ তাইপে

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে চাইনিজ তাইপে। কিংস অ্যারেনায় সাবিনাদের বিপক্ষে মাঠে নামবে র‌্যাংকিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা দলটি।

তবে র‌্যাংকিং নিয়ে ভাবছেন না চাইনিজ তাইপে কোচ চান হিউং মিন। বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষই মানছেন তিনি।

আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে চান হিউং মিন বললেন, ‘আমার দল এ বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়নি। আমরা খেলার জন্য মুখিয়ে আছি। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশের প্রতি আমার সম্মান থাকবে। অহংকার দেখানোর কিছু নেই। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকাটা আন্তর্জাতিক ফুটবলে যেকোনো দলের জন্যই কঠিন কাজ। সেটা আমাদের করে দেখাতে হবে। ’

‘বাংলাদেশের খেলা এশিয়ান গেমসে দেখেছি। যদিও আমাদের গ্রুপে ছিল না। চাইনিজ তাইপের নারী ফুটবলের ঐতিহ্য অনেক দীর্ঘ। তবে এশিয়ার অনেক দল নারী ফুটবলে উন্নতি করছে। ’

বাংলাদেশের বিপক্ষে চাইনিজ তাইপের ২৩ জনের স্কোয়াডে ৮-১০ জন ফুটবলারই নতুন মুখ। তাদের মধ্যে ৬ জন অনূর্ধ্ব-২০ দল থেকে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। তারুণ্য নির্ভর দল নিয়েই লড়াইয়ে আত্মবিশ্বাসী দলটি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ৩০, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।