ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ফুটবল

রিয়ালের আরেকটি শিরোপা জয় দেখতে এতদূর আসিনি: ডর্টমুন্ড কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জুন ১, ২০২৪
রিয়ালের আরেকটি শিরোপা জয় দেখতে এতদূর আসিনি: ডর্টমুন্ড কোচ

বুন্দেসলিগায় মৌসুমটা ভালো না কাটলেও চ্যাম্পিয়নস লিগে দাপট দেখিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। যার জের ধরে শিরোপা থেকে হাতছোঁয়া দূরত্বে রয়েছে তারা।

কিন্তু সেখানে তাদের বাধা টুর্নামেন্টের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ।  

চ্যাম্পিয়নস লিগে কেবল একবারই শিরোপা জিতেছে ডর্টমুন্ড। সেখানে রিয়াল আজ ওয়েম্বলিতে নামছে ১৫তম শিরোপার খোঁজে। ডর্টমুন্ড কোচ এদিন তেরজিচও তাদের ফেভারিট হিসেবে মানছেন। তবে রিয়ালকে আরেকটি শিরোপা উপহার দিতে আসেননি বলে জানিয়েছেন তিনি।

তেরজিচ বলেন, 'চ্যাম্পিয়নস লিগে তারা (রিয়াল) সবচেয়ে সফল দল এবং এই মৌসুমে কেবল দুই ম্যাচে হেরেছে। তাদের বিপক্ষে ১০ বার খেললে হারার সম্ভাবনাই বেশি। কিন্তু আমাদের এই এক ম্যাচের দিকেই মনোযোগ দিতে হবে। কালকের (আজ) এই ম্যাচের প্রস্তুতির জন্য ৬০ ম্যাচ খেলেছি আমরা। '

'ফাইনালে মাদ্রিদ ফেভারিট এবং এতে আমাদের কিছু আসে যায় না। আমাদের সাহসী হতে হবে, রিয়াল মাদ্রিদের আরেকটি চ্যাম্পিয়নস লিগ জয় দেখতে এতদূর আসিনি আমরা। '

ফাইনালকে ঘিরে স্নায়ুচাপের চেয়ে আত্মবিশ্বাসই বেশি কাজ করছে ডর্টমুন্ড কোচের মনে, 'আমি খেলোয়াড়দের মধ্যে রোমাঞ্চ দেখছি। যদি কেউ আমাকে বলত যে আমি ফাইনালের ডাগআউটে থাকতে যাচ্ছি, তখন খুবই নার্ভাস হতাম। কিন্তু আজ আমার মধ্যে আত্মবিশ্বাস আছে। এই ম্যাচের জন্য খুব ভালোভাবেই প্রস্তুতি নিয়েছি আমরা এবং আমরা আত্মবিশ্বাসী, কারণ আমি জানি কীভাবে পরিশ্রম করেছি আমরা। '

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুন ১, ২০২৪
এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।