ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

বাংলাদেশের একাদশে নেই সাবিনা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুন ৩, ২০২৪
বাংলাদেশের একাদশে নেই সাবিনা

চাইনিজ তাইপের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় চলা ম্যাচটিতে বাংলাদেশের একাদশে নেই সাবিনা খাতুন।

প্রায় ১৪ বছর পর একাদশের বাইরে থাকলেন বাংলাদেশ নারী ফুটবলের অভিজ্ঞ এই ফুটবলার।

ম্যাচে অধিনায়কত্বের আর্মব্যান্ত উঠেছে শিউলি আজিমের হাতে। গত ম্যাচেও প্রথমার্ধের পর সাবিনাকে উঠিয়ে নিয়েছিলেন বাংলাদেশ নারী দলের কোচ বাটলার। গতমাচেও দ্বিতীয়ার্ধে দলের অধিনায়কত্ব করেছিলেন শিউলি।  

২০১০ সাল থেকে বাংলাদেশ নারী দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়ার সাবিনা। এর আগে কখনও চোট কিংবা অন্য কোনও কারণে দল থেকে বাদ পড়েননি। জাতীয় দল ও ঘরোয়া ফুটবলে সাবিনার নামের পাশে লেখা আছে সর্বোচ্চ গোলের রেকর্ড। টানা ৫ সাফে খেলা একমাত্র বাংলাদেশি ফুটবলারও সাবিনা। সেই সাবিনাকে রাখা হয়নি জাতীয় দলের একাদশে। গুরুত্বপূর্ণ ম্যাচে তার দলে না থাকা জন্ম দিয়েছে অনেক প্রশ্নের।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুন ০৩, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।