বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। আজ দুপুর সোয়া বারোটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সফরকারীরা।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে অস্ট্রেলিয়া দল চলে যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে। আজ দলটির কোনো অনুশীলন নেই। আগামীকাল অনুশীলন এবং আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুখোমুখি হবে সকারুরা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের মিশন শুরুই হয়েছিল অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে। মেলবোর্নে বাংলাদেশ ৭ গোল হজম করেছিল। ফিরতি লেগে বাংলাদেশের লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলে স্কোরলাইন যথাসম্ভব কম রাখা। অস্ট্রেলিয়া ২০২২ কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে হেরে বাদ পড়ে।
অস্ট্রেলিয়া ‘আই’ গ্রুপে চার ম্যাচে সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে বাংলাদেশের এক পয়েন্ট। শুধু লেবাননের বিপক্ষে ড্র করেছে। ৬ জুনের ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের অনুশীলন চলছে। আজও ক্লোজ ডোর অনুশীলন হবে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ০৪, ২০২৪
এআর/আরইউ