বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে। আর কিছুক্ষণ পরই খেলা শুরু হবে।
জামাল না থাকায় অধিনায়কের আর্মব্যান্ড পরবেন ডিফেন্ডার তপু বর্মন। মিতুল মার্মাকে গোলপোস্ট সামলানোর দায়িত্ব দিয়ে ৫-৩-২ ফরমেশন সাজিয়েছেন কাবরেরা। আক্রমণভাগে থাকবেন শেখ মোরসালিন ও রাকিব হোসেন। মিডফিল্ডে দুই সোহেল রানার সঙ্গে থাকছেন মোহাম্মদ হৃদয়। রক্ষণভাগের দায়িত্ব সামলাবেন তপুসহ ইসা ফয়সাল, মেহেদী হাসান, সাদ উদ্দিন ও তারিক কাজী।
এদিকে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হচ্ছে নেস্তোরি ইরানকুন্দার। আগামী মৌসুমে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেবেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার।
বাংলাদেশ একাদশ: তপু বর্মন (অধিনায়ক), মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মিতুল মারমা, তারিক কাজী, সোহেল রানা, সোহেল রানা, ইসা ফয়সাল, মেহেদী হাসান, সাদ উদ্দিন।
অস্ট্রেলিয়া একাদশ: রায়ান স্ট্রেইন, কাই রোলস, জর্ডান বস, কোনর মেতকালফ, আজডিন রুস্টিক, কুশিনি ইয়েঙ্গি, মিচেল ডিউক, জো গাউচি, হ্যারি সুটার, নেস্তোরি ইরানকুন্দা ও জ্যাকসন ইরভিন (অধিনায়ক)।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জুন ৬, ২০২৪
এএইচএস