অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে রুখে দেওয়ার পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই পরিকল্পনায় অবশ্য সফল হয়নি।
তিনি বলেন, 'পুরো কৃতিত্ব আমরা বাংলাদেশকে দিতে চাই। তারা এ ম্যাচের জন্য কঠোর পরিশ্রম করেছে। তারা চেষ্টা করেছে। নিজেদের সবকিছু দিয়ে লড়েছে। আমরা জানতাম যে, ম্যাচটা কঠিন হবে। '
বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার প্রশংসা করে আরনল্ড বলেছেন, ‘আমরা আরও বেশি ব্যবধানে জিততে পারতাম। কিন্তু বাংলাদেশ উন্নতি করছে। এর জন্য কোচকে কৃতিত্ব দিতে হবে। আমি মনে করি তাদের খুবই ভালো একজন কোচ আছে, যিনি অসাধারণ কাজ করেছেন। বাংলাদেশের খেলোয়াড়রা আমাদের জন্য গোল করাটা কঠিন করে দিয়েছে। ’
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুন ৬, ২০২৪
এএইচএস