ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সমর্থকদের মাঠে আসার আহ্বান জামালের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জুন ১০, ২০২৪
সমর্থকদের মাঠে আসার আহ্বান জামালের

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল রাত ১০টায় কাতারের দোহায় লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়াকে মাত্র ২ গোলে আটকে রাখার আত্মবিশ্বাস নিয়ে এ ম্যাচে মাঠে নামবে তারা।

এই ম্যাচে সমর্থকদের মাঠে আসার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।
 
বাফুফের পাঠানো ভিডিও বার্তায় জামাল বলেন, ‘এখানে টপ ফেসিলিটিজ, প্র্যাকটিস মাঠ ও হোটেল মিলিয়ে সবকিছু  অনেক ভালো। এছাড়া কাতারে অনেক বাংলাদেশি আছে। তাদেরকে বলব, দলের জন্য দোয়া করেন। স্টেডিয়ামে এসে দলকে সাপোর্ট করেন। ’

লেবাননের বিপক্ষে সম্প্রতি বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে। বেঙ্গালুরুর সাফ চ্যাম্পিয়নশিপে লড়াই করে হারের পর ঢাকায় বিশ্বকাপ বাছাইয়ে ১-১ গোলে ড্র হয়েছিল। তবে এই সময়ে লেবাননের তিনবার কোচ পরিবর্তন হয়েছে।

তা নিয়ে জামালের মূল্যায়ন, ‘লেবানন অল্প সময়ের মধ্যে তিনটা কোচ বদলেছে। বারবার পরিবর্তন করলে গোছালো ভাবটা থাকে না। এটা নিয়েও আমরা আলোচনা করেছি। তাদের শক্তি ও দুর্বলতার বিষয় নিয়েও আলোচনা করেছি। সে জায়গাগুলোতে আঘাত করতে পারলে আমরা ইতিবাচক ফল পাবো বলে আমি মনে করি। ’

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে ২-০ গোলে হারের পর বাংলাদেশ দলের আত্ববিশ্বাস বেড়ে যায়। তাই লেবাননের বিপক্ষে তিন পয়েন্ট পেতে মাঠে নামার লক্ষ্য জামালের, ‘আমাদের লক্ষ্য হচ্ছে ৩ পয়েন্ট। লেবানন বড় চ্যালেঞ্জ। গেল কয়েকদিন আমরা তাদের বিশ্লেষণ করেছি। আমরা কীভাবে খেলবো, সেভাবেই অনুশীলন করেছি। লেবানন ও অস্ট্রেলিয়া পুরোপুরি ব্যতিক্রমী দল। আমরা ভালো নৈপুণ্য দেখাতে চেষ্টা করবো। আমাদের সকলের বিশ্বাস আছে যে, আমরা এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিতে পারি। ’

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুন ১০, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।