ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পদত্যাগ করেছেন সালাম মুর্শেদী

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
পদত্যাগ করেছেন সালাম মুর্শেদী

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতির পদ ছেড়েছেন আব্দুস সালাম মুর্শেদী। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।

দুদিন আগেই সালাম মুর্শেদীসহ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ দাবিতে আল্টিমেটাম দিয়েছে আল্ট্রাস হিসেবে পরিচিত বাংলাদেশের একটি ফুটবল সমর্থক গোষ্ঠী। পদত্যাগের কারণ জানতে সালাম মুর্শেদীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি। তবে বাফুফের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন তিনি।

২০০৮ সাল থেকে টানা ১৬ বছর বাফুফেতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন সালাম মুর্শেদী। এছাড়া ফিন্যান্স কমিটি ও রেফারিজ কমিটির পদেও ছিলেন তিনি। ফান্ড নিয়ে অনিয়ম করার কারণে বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে গত মে মাসে তাকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৪
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।