ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জাতীয় দলে সাফজয়ী ৪ ফুটবলার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
জাতীয় দলে সাফজয়ী ৪ ফুটবলার

ভুটান সফরের জন্য ২৩ জনের চূড়ান্ত সিনিয়র দল দিয়েছেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কার দেশে ফিরেই পেলেন দলের চার খেলোয়াড়।

 

সর্বাধিক গোলদাতা ও সেরা খেলোয়াড় মিরাজুল ইসলাম, ডিফেন্ডার শাকিল আহাদ তপু, মিডফিল্ডার চন্দন রায় ও ফরোয়ার্ড রাব্বি হোসেন রাহুল জায়গা করে নিয়েছেন ভুটানগামী জাতীয় ফুটবল দলে।

ভুটানের বিপক্ষে আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে শুক্রবার ঢাকা ছাড়বে দলটি।

সদ্য শেষ হওয়া সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে মিরাজুল চার গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন।  ফাইনালেও জোড়া গোল করেছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ফাইনালে দলের পক্ষে তৃতীয় গোল করা রাহুলেরও জায়গা হয়েছে দলে।

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ড্রয়ের আগে নিজেদের র‌্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ দুই ম্যাচের ফল ভালো হলেই বাছাইয়ে তুলনামূলকভাবে কম শক্তিশালী প্রতিপক্ষ পাবেন মিতুল-জামালরা।

২৩ জনের দল

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন।

রক্ষণভাগ: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, সাদ উদ্দিন, মেহেদী হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, শাকিল আহাদ তপু।

মধ্যমাঠ: সোহেল রানা, মো. রিদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা-২, মিরাজুল ইসলাম, চন্দন রায়, মজিবুর রহমান জনি।

আক্রমণভাগে: রাকিব হোসেন, মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন ও রাব্বি হোসেন রাহুল।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪  
এআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।