ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ফুটবল

মিলিটারি ক্যাম্প থেকে দলকে শুভকামনা জানালেন তারিক

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
মিলিটারি ক্যাম্প থেকে দলকে শুভকামনা জানালেন তারিক

ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ সন্ধ্যা ছয়টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

এই ম্যাচের সিরিজে বাংলাদেশ দলে অভিজ্ঞ ডিফেন্ডার তারিক কাজীকে পাচ্ছে না বাংলাদেশ।  কেননা ফিনল্যান্ডের মিলিটারি ক্যাম্পে আছেন তিনি।  সেখান থেকেই দলকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তারিক।

গত জুলাইয়ে ফিনল্যান্ডের মিলিটারি ক্যাম্পে যোগ দিয়েছেন তারিক। সবমিলিয়ে ৬ মাস তিনি মিলিটারিতে সার্ভিস দেবেন। এরপর আবারও বাংলাদেশে ফিরে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে এই ডিফেন্ডারের। তারিক ফিনল্যান্ডে থাকলেও দেশের ফুটবলের খবর রাখছেন নিয়মিত। আজ ভিডিও বার্তার মাধ্যমে ফিনল্যান্ড থেকে দলের প্রতি শুভকামনা জানিয়ে তারিক বলেন, ‘বাংলাদেশ দলের জন্য উষ্ণ অভিনন্দন ও শুভ কামনা। আজ ভুটানের বিপক্ষে ম্যাচ, আমারও ইচ্ছা ছিল দলের সঙ্গে থাকার, কিন্তু আমি ফিনল্যান্ডে মিলিটারি সার্ভিসে আছি। আশা করি, সবার সঙ্গে তাড়াতাড়ি দেখা হবে এবং শিগগিরই ফিরে আসব বসুন্ধরা কিংস ও বাংলাদেশ জাতীয় দলে। তার আগ পর্যন্ত সবাইকে শুভকামনা। '

উল্লেখ্য, তারিকের বাবা শহীদুল কাজী ১৯৮০-এর দশকে ফিনল্যান্ডে পাড়ি জমান। তারিকের মা ফিনল্যান্ডের, নাম আনু পিলয়া। দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রবাসী ফুটবলার হিসেবেই ২০২১ সালে বাংলাদেশ দলে অভিষেক হয় তারিকের। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেললেও জন্মসূত্রে তিনি ফিনল্যান্ডের নাগরিক। দেশটির সংবিধান অনুযায়ী, ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের সেনাবাহিনীতে প্রশিক্ষণ ও কাজ করা বাধ্যতামূলক। এ কারণেই তিনি এখন ফিনল্যান্ডের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।