ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

টানা তিন হারের পর জয়ে ফিরল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৪
টানা তিন হারের পর জয়ে ফিরল ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচ হারের পর জয়ের দেখা পেল ব্রাজিল। শুক্রবার ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দলের হয়ে একমাত্র গোলটি করেন রদ্রিগো।

কুতো পেরেইরা স্টেডিয়ামে ইকুয়েডরের সলিড ডিফেন্স ভাঙতে একের পর এক ভুল করেছে ব্রাজিল। প্রথমার্ধে গোলমুখে শট নিতে পেরেছে মাত্র দুবার। অবশ্য গোলটিও এসেছে সেখান থেকেই। ম্যাচের ৩০ মিনিটে লুকাস পাকেতার কাছ থেকে বল পেয়ে একজন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক শট নেন রদ্রিগো।

দ্বিতীয়ার্ধে আরও বাজে ছিল ব্রাজিলের খেলা। যদিও নিজেদের জাল অক্ষত রেখেছে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা। তবে জয় কীভাবে এসেছে তা নিয়ে মাথা ঘামাতে চান না রদ্রিগো, 'আমাদের এই জয়টি দরকার ছিল, সেটা ভালো কিংবা বাজেভাবে হোক, তাতে কিছুই আসে যায় না। জয় ও গোল নিয়ে আমি খুশি। আশা করি, এটি আমাদের আরও ভালো করতে এবং সামনে যেখানে পৌঁছাতে চাই সেখানে যেতে সাহায্য করবে। '

এই জয়ে লাতিন আমেরিকা অঞ্চলে টেবিলের চারে উঠেছে ব্রাজিল। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ৮ পয়েন্ট দূরে আছে তারা।

সুয়ারেসের বিদায়

উরুগুয়ের জার্সিতে শেষটা জয়ে রাঙাতে পারেননি লুইস সুয়ারেস। শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তার দল। আন্তর্জাতিক ফুটবলে বন্ধুর বুটজোড়া তুলে রাখার দিনে লিওনেল মেসি বলেন, ‘বিশেষ এই দিনে আমি তোমার (সুয়ারেস) জন্য এই ভিডিও রেকর্ড করেছি। এটা তোমার, তোমার পরিবারের, উরুগুয়ের এবং সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য উল্লেখযোগ্য এবং বিশেষ একটি দিন। তুমি জাতীয় দলকে এবং দেশকে যা দিয়েছ, সে জন্যও এটি উল্লেখযোগ্য। ’

ধন্যবাদ জানিয়ে সুয়ারেস বলেছেন, ‘উরুগুয়ে যেকোনো খেলোয়াড়, কোচ, পরিচালক কিংবা যে কারও চেয়ে বড়। আগামীকাল থেকে আমি শুধুই আরেকজন ভক্ত। যারা এরপর খেলতে আসবে, সবার জন্য শুভকামনা থাকবে। নিশ্চিতভাবে তারাও আমাদের মতো দেশের প্রতিনিধিত্ব করবে। উরুগুয়ে দীর্ঘজীবী হোক এবং আমি সব সময় উরুগুয়ের মানুষের কাছে কৃতজ্ঞ থাকব। ’

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৪
এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।