ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অনূর্ধ্ব-১৭ দলের ক্যাম্পে ডাক পেলেন অস্ট্রেলিয়া প্রবাসী আরহাম

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
অনূর্ধ্ব-১৭ দলের ক্যাম্পে ডাক পেলেন অস্ট্রেলিয়া প্রবাসী আরহাম

দবাংলাদেশের ফুটবল অঙ্গনে সকলেই অপেক্ষায় রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর জন্য। এবার বয়সভিত্তিক ফুটবলেও আসছেন প্রবাসী ফুটবলার।

ইতোমধ্যেই এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বের ক্যাম্পে ডাক পেয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী আরহাম চৌধুরি। বর্তমানে অস্ট্রেলিয়ার শীর্ষস্তরের ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের অ-২১ দলে খেলছেন তিনি।

আরহাম ইসলামের বাবা এবং মা দুইজনই বাংলাদেশি। আরহামের বাংলাদেশি পাসপোর্ট থাকায় বাংলাদেশের দলে খেলতে সব শর্তই পূরণ করতে পেরেছেন তিনি। অনূর্ধ্ব-১৭ দলের ক্যাম্পে আবিদ নিজেকে প্রমাণ করতে পারলে দলে স্থান মিলবে তার এমনটাই জানিয়েছেন, কোচ সাইফুল বারী টিটু। আগামী ১১-১২ অক্টোবর বাংলাদেশে আসার কথা রয়েছে আরহামের।

আরহামের বাংলাদেশের  হয়ে খেলার জন্য প্রক্রিয়াগুলো সম্পন্ন করছে কনফিয়ানজা নামের একটি প্লেয়ার এজেন্সি। এর আগে তারিক কাজিকেও বাংলাদেশে আনার প্রক্রিয়া তারাই সম্পন্ন করেছিল। কনফিয়ানজার স্বত্বাধিকারী আবিদ আনোয়ার বলেন, ‘আরহাম অস্ট্রেলিয়ার শীর্ষস্তরের ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের অ-২১ দলে খেলছেন। তার খেলা আমরা দেখেছি। তার বাবা-মা দুই জনই বাংলাদেশি। আমরা এই বিষয়ে বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসানের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের অনেক সাহায্য করেছেন। ফলে একজন প্রতিভাবান ফুটবলার দেশে খেলার সুযোগ পাচ্ছেন। ’

লেফট উইঙ্গার পজিশনে খেলেন আরহাম ইসলাম। তার বয়স বর্তমানে ১৬ বছর। বয়সভিত্তিক দলেও প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তি দেশের ফুটবলের পাইপলাইন শক্তিশালী করবে তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে এশিয়ান কাপ বাছাই শুরু হবে ১৯ অক্টোবর থেকে। বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে। এই গ্রুপের সবগুলো ম্যাচের স্বাগতিক কম্বোডিয়া।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।