ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

সিনিয়র সহসভাপতি পদে মনোনয়নপত্র কিনলেন তরফদার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
সিনিয়র সহসভাপতি পদে মনোনয়নপত্র কিনলেন তরফদার

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে চলছে নির্বাচনী হাওয়া। আজ মনোনয়নপত্র কেনার শেষ দিন।

সংগঠক, ফুটবলারদের পদচারণায় মুখরিত বাফুফে সচিবালয়। শেষ দিনে সিনিয়র সহসভাপতি পদে নমিনেশন কিনেছেন তরফদার রুহুল আমিন।  

যদিও সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত বদলেছেন তরফদার। সিদ্ধান্ত বদল এই সংগঠকের জন্য নতুন কিছু নয়। এর আগেও সভাপতি পদে নির্বাচনের কথা বলে সরে দাঁড়িয়েছেন তিনি। এবারও একই দৃশ্য।  

আজ শনিবার বিকেল চারটার দিকে প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তরফদার আমিন।

গত মাসে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন তরফদার। সেই সময় তাকে সমর্থন দেওয়া দুই সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক ও রুম্মন বিন ওয়ালি সাব্বিরও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই দুজন সহসভাপতি পদে নির্বাচন করবেন।

এছাড়া সভাপতি পদে নমিনেশন কিনেছেন রেদওয়ান ফুয়াদ এবং শাহাদাত হোসেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।