ঢাকা, মঙ্গলবার, ৬ কার্তিক ১৪৩১, ২২ অক্টোবর ২০২৪, ১৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

বাফুফে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ক্রীড়া উপদেষ্টার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
বাফুফে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এখন বইছে নির্বাচনী উত্তাপ। আগামী ২৬ অক্টোবরই জানা যাবে নতুন করে কে বসতে যাচ্ছেন সভাপতির চেয়ারে।

তার আগে আজ বাফুফেতে মতবিনিময় করতে এসেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসন্ন বাফুফে নির্বাচন ঘিরে বিভিন্ন অভিযোগ তার কাছে রয়েছে। শুধু তা-ই নয়, নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সংবাদ সম্মেলনে আসার আগে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে প্রায় আধঘণ্টার বৈঠক করেছেন ক্রীড়া উপদেষ্টা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‌'ফেডারেশনগুলোতে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবেই বাফুফেতে আসা।  বাফুফেতে সামনে নির্বাচন এবং নির্বাচন নিয়ে কার্যক্রম চলছে। এই বিষয়ে অনেক অভিযোগও আসছে। আপনারাই লেখালেখি করছেন আপনাদের মাধ্যমে আমি সেগুলো দেখতে পাচ্ছি। এসব বিষয়ে কথা বলার জন্যই মূলত বাফুফেতে আসা। '

'বাফুফের নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয় এ নিয়ে আমি সন্দিহান। আগের অনেক কাউন্সিলরই এখানে রয়েছেন। যাদের অনেকে পলাতক ও আসামী এ রকমটা শুনেছি। ফিফার বাধ্যবাধকতা, বাফুফের নিয়মের দিকে সম্মান রাখতে হচ্ছে। ফলে নির্বাচনে আমরা হস্তক্ষেপ করছি না। ’

তিনি আরও বলেন, ‘ভোট আসলেই ডিএফএ (জেলা ফুটবল অ্যাসোসিয়েশন) সরব হয়। নিয়মিত জেলা পর্যায়ে লিগ হয় না। এরকমটাই শুনেছি। এর দায় যারা এত দিন ছিলেন বাফুফেতে তাদেরকেই দেব। ’

বাফুফের সংস্কারের জন্য প্রয়োজনে ফিফার সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা, ‌‘ফিফার সঙ্গে কিছু বিষয় আলোচনা প্রয়োজন। বাফুফের মাধ্যমে আমরা সেটি করব। ’

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।