ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফাইনালে এক পরির্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
ফাইনালে এক পরির্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

সেমিফাইনালের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। সাগরিকার বদলে দলে ফিরেছেন সামসুন্নাহার জুনিয়র।

সেমিফাইনালে ভুটানকে ৭-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেই দলেই আস্থা রাখছেন কোচ। সাফের গত আসরেও একই ভেন্যুতে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও একই ঘটনার পুরনাবৃত্তি করতে চান দলের ফুবলাররা।  

নেপাল নারী সাফে কয়েকবার ফাইনাল খেললেও এখনও শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি। বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে চায় হিমালয়ের দেশটি। গত সাফে নেপালের প্রধান খেলোয়াড় সাবিত্রা ভান্ডারী খেলতে পারেননি। এবার ফাইনালে সাবিত্রা প্রধান আশা-ভরসা নেপালের। তবে সেমিফাইনালে লাল কার্ড দেখায় ফাইনালে নেই আরেক স্বাগতিক তারকা রেখা।

ফাইনালে বাংলাদেশ একাদশ: রুপনা চাকমা, মাসুরা পারভিন, শিউলি আজিম, আফিদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।