ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

দুই ম্যাচেই জয় চান কাবরেরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
দুই ম্যাচেই জয় চান কাবরেরা

নভেম্বরের ফিফা উইন্ডোতে ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচেই জয় চান দলের কোচ হাভিয়ের কাবরেরা।

আজ থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ছেলেদের আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। সেখানেই নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের হেড কোচ। আগামী ১৩ ও ১৬ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ দুটি আয়োজিত হবে।  

ম্যাচ দুটিকে সামনে রেখে ১৬ সদস্যের আংশিক দল ঘোষণা করেছেন কাবরেরা। আজ দুপুর ১২টার মধ্যে টিম হোটেলে দলের ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করার কথা ছিল সকলের। অসুস্থতার কারণে ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশ আজ ক্যাম্পে যোগ দেননি। তার পরিবর্তে সাফ অনূর্ধ্ব-২০ জয়ী স্ট্রাইকার পিয়াস আহমেদ নোভা যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। আগামীকাল শনিবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ জাতীয় ফুটবল দল মাঠের অনুশীলন নামবে।

মালদ্বীপকে শক্ত প্রতিপক্ষই মানছেন কাবরেরা। তিনি বলেন, ‘মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দুটি সহজ হবে না। তারা শক্ত প্রতিপক্ষ। বিশেষ করে তাদের ফরোয়ার্ড লাইন বেশ শক্তিশালি। তবে দুই ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়াই আমাদের লক্ষ্য। ম্যাচের আগে আমরা ১০টি ট্রেনিং সেশন পাবো। এর মধ্যে নিজেদের প্রস্তুত করতে হবে। ’

‘যেহেতু আমরা ঘরের মাঠে খেলছি আমরা ম্যাচে ভালো করার বিষয়ে আশাবাদী। ঘরের মাঠে সমর্থকদের ভালো কিছু উপহার দিতে চাই। ’

এবারের স্কোয়াডে নেই জামাল ভূঁইয়া। পারিবারিক কারণে তিনি দেশের বাইরে আছেন বলে দলে থাকতে পারছেন না বলে জানিয়েছেন কোচ। তিনি বলেন, ‘জামাল ভূইয়া পারিবারিক কারণে দেশের বাইরে আছেন, তাই তিনি দলে নেই। এর বেশি কিছুই না। তার সঙ্গে আমাদের এবং ফেডারেশনের নিয়মিত যোগাযোগ আছে। আমরা সবসময়ই তার মঙ্গল কামনা করি। ’

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।