ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বেলগ্রেডকে উড়িয়ে দিল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
বেলগ্রেডকে উড়িয়ে দিল বার্সেলোনা

হান্সি ফ্লিকের অধীনে ছুটছে বার্সেলোনা। গত ম্যাচেই তার প্রমাণ দিয়ে যাচ্ছে ক্লাবটি।

এরই ধারাবাহিকতায় চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের ওপর ছড়ি ঘোরাল তারা। একের পর এক আক্রমণে করল গোল উৎসব। তুলে নিল টানা তৃতীয় জয়।

গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলটির হয়ে জোড়া গোর করেন রবের্ত লেভানদোভস্কি। একটি করে গোল করেন ইনিগো মার্তিনেস, রাফিনিয়া ও ফের্মিন লোপেস। বেলগ্রেডের হয়ে দুটি গোল করেন সিলাস ও মিলসন।

ঘরের মাঠে অবশ্য শুরুতেই এগিয়ে যেতে পারত বেলগ্রেড। চতুর্থ মিনিটে বার্সার জালে বল পাঠায় তারা। কিন্তু ফ্লিকের অফসাইডের ফাঁদের কারণে সেটি বাতিল হয়। ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। রাফিনিয়ার ফ্রি কিক থেকে জাল খুঁজে নেন ইনিগো। ২৭তম মিনিটে সমতায় ফেরে বেলগ্রেড। সতীর্থের পাস ধরে বক্স থেকে লক্ষ্যভেদ করেন সিলাস।

কিন্তু এই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বেলগ্রেড। ৪৩তম মিনিটে বার্সাকে ফের এগিয়ে নেন লেভানদোভস্কি। রাফিনিয়ার বুলেট গতির শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল কাছ থেকে জালে পাঠান পোলিশ স্ট্রাইকার।

বিরতির পর আক্রমণ বাড়াতে থাকে বার্সা। সুফলও পায় তারা। ডান দিক থেকে আক্রমণে গিয়ে জুল কুন্দে খুঁজে নেন লেভানদোভস্কিকে। কাছ থেকে বল সহজেই জালে পাঠান পোলিশ এই স্ট্রাইকার। দুই মিনিট পর গোলের দেখা পান রাফিনিয়া। কুন্দের পাস ধরে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা।

৭৬তম মিনিটে স্কোরলাইন ৫-১ করে ফের্মিন লোপেস। এই গোলেও অ্যাসিস্ট করে জুল কুন্দে। ৮৪তম মিনিটে ব্যবধান কিছুটা কমান বেলগ্রেডের মিলসন। কিন্তু দলের হার ঠেকাতে পারেননি তিনি।

চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠেছে বার্সেলোনা। সব ম্যাচ হেরে ৩৬ দলের মধ্যে ৩৫ নম্বরে আছে বেলগ্রেড।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।