ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

২০২৭ পর্যন্ত সিটির সঙ্গে গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
২০২৭ পর্যন্ত সিটির সঙ্গে গার্দিওলা

টানা ৪ ম্যাচে হার- কোচিং ক্যারিয়ারে আর কখনোই এমন ধাক্কা খাননি পেপ গার্দিওলা। গুঞ্জন ছিল যে, এই মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন তিনি।

কিন্তু সেই ধাক্কা বদলে দিয়েছে সবকিছু। তাই সিটির সঙ্গে আরও দুই বছরের চুক্তি করেছেন এই স্প্যানিশ কোচ। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সাল পর্যন্ত সিটিতে থাকছেন তিনি।

২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে সিটিকে ১৮টি শিরোপা জিতিয়েছেন গার্দিওলা। এর মধ্যে ছয়বার জিতেছেন প্রিমিয়ার লিগের শিরোপা। তাই ৮ বছরে ব্যর্থতার চেয়ে সফলতাকেই বেশিরভাগ সময় সঙ্গী করেছেন ৫৩ বছর বয়সী এই কোচ। যদিও এই মৌসুম শেষেই চুক্তি শেষ হয়ে যেত তার। এনিয়ে অনেক জলঘোলাও হয়েছে।

সব গুঞ্জন উড়িয়ে দিয়ে গার্দিওলা বলেন, ‘আমার মনে হয়েছে যে, আমি এখন ছেড়ে যেতে পারি না। হয়তো সেই চার হারের কারণেই। আমি মনে করি, টানা চার হারের পর আমরা ঘুরে দাঁড়ানোর যোগ্য এবং চেষ্টা করব পরিস্থিতি বদলে দেওয়ার। এখানে থাকাটা আমাদের অধিকার। আমি অহংকার থেকে নয়, বরং এটা সত্য বলেই বলছি। ’

‘এখানে এটি আমার নবম মৌসুম। একসঙ্গে অনেক অসাধারণ মুহূর্ত কাটিয়েছি আমরা। এই ক্লাবে জন্য সত্যিই বিশেষ একটি অনুভূতি রয়েছে আমার। আশা করি, এখন আরও কিছু শিরোপা যোগ করতে পারব। এটাই হবে আমার লক্ষ্য। ’

এদিকে, আন্তর্জাতিক বিরতি কাটিয়ে আগামীকাল প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারের মুখোমুখি হবে সিটি।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা,  নভেম্বর ২২, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।