ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কাতারে রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
কাতারে রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয় ছবি: সংগৃহীত

উয়েফা নেশন্স লিগে পর্তুগালের জার্সিতে জোড়া গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ফর্ম ধরে রেখে পর্তুগিজ উইঙ্গার এবার জোড়া গোল করলেন আল নাসরের জার্সিতে।

 

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আজ কাতারি ক্লাব আল ঘারাফার মুখোমুখি হয়েছিল আল নাসর। কাতারের আল খোরে অবস্থিত আল বাইত স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে ৩-১ গোলে জয় পেয়েছে সৌদি আরবের জায়ান্টরা।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখেন রোনালদো ও সাদিও মানে। তবে আল ঘারাফার রক্ষণের দৃঢ়তায় জালের খোঁজ পাচ্ছিলেন না তারা। তবে ২৭তম মিনিটে পেনাল্টি উপহার পায় সফরকারীরা। নিজেদের বক্সে মানেকে ফেলে দেন আল ঘারাফার ডিফেন্ডার নানি। কিন্তু ভিএআর দেখে সিদ্ধান্ত বাতিল করেন রেফারি।

কিছুক্ষণ পর রোনালদোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে এগিয়ে যাওয়া হয়নি আল নাসরের। ৪৪তম মিনিটে আর একবার হতাশ করেন রোনালদো। আল ঘানামের ক্রস সহজেই ধরতে পারতেন ঘারাফার গোলকিপার রিকো। কিন্তু তিনি বলে ঘুষি মারেন। বল সরাসরি চলে যায় ছয় গজ বক্সের কাছে থাকা রোনালদোর কাছে। আল নাসরের অধিনায়ক সঙ্গে সঙ্গে শটও নেন, কিন্তু দারুণ ট্যাকলে রোনালদোকে আটকে দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। গোলশূন্য প্রথমার্ধ শেষে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। ডান দিক থেকে আল ঘানামের ক্রসে বক্সের নয় গজের মধ্যে বল পেয়ে দারুন হেডে জালে জড়ান পর্তুগিজ তারকা। এরপর ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাঞ্জেলো। আর ৬৪তম মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। আল ঘারাফার বক্সে বল নিয়ে রোনালদোকে খুঁজে নেন অ্যাঞ্জেলো। সেই পাস ধরে কাট ইন করে বুলেট গতির এক শটে জাল কাঁপান রোনালদো।  

৭৫তম মিনিটে একটি গোল শোধ করে আল ঘারাফা। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। উল্টো মিনিট দশেক পর ১০ জনের দলে পরিণত হয় তারা। বক্সের একদম সামনে মানেকে ফেলে দেন সানো। আগেই একবার হলুদ কার্ড দেখা সানো মাঠ ছাড়েন। তাদের আশাও শেষ হয় সেখানেই।

এই জয়ের পর ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-এর দ্বিতীয় স্থানে আছে আল নাসর।  

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা নভেম্বর ২৬, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।