ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

লেভানদোভস্কির জোড়া গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
লেভানদোভস্কির জোড়া গোলে বার্সার জয়

চ্যাম্পিয়ন্স লিগে বরাবরের মতোই ছুটছে বার্সেলোনা। গতকাল রাতেও এর ব্যতিক্রম হয়নি।

ফরাসি ক্লাব ব্রেস্তকে উড়িয়ে দিয়েছে তারা। উঠে এসেছে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে।  

গতকাল রাতে ক্যাম্প ন্যু’তে লিগ ওয়ানের ক্লাবটিকে ৩-০ ব্যবধানে হারায় বার্সেলোনা। দলকে শুরুতেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন রবের্ত লেভানদোভস্কি। বিরতির পর দানি ওলমো ব্যবধান দ্বিগুণ করার পর শেষ গোলটি করেন লেভানদোভস্কি।  

ঘরের মাঠে এগিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি বার্সার। ডি-বক্সে লেভানদোভস্কিকে ফাউল করেন ব্রেস্ত গোলরক্ষক। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন পোলিশ স্ট্রাইকার। গোল করেও থামেনি বার্সা। একের পর এক আক্রমণ চালায় তারা। তবে প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি।  

বিরতির পর আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখে কাতালানরা। ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দানি ওলমো। জেরার্দ মার্তিনের পাস থেকে দলকে এগিয়ে নেন তিনি। ৭৬তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠান ব্রেস্তের মাথিয়াস। তবে অফসাইডের জন্য সেটি বাতিল হয়।  

যোগ করা সময়ে গোলের দেখা পান লেভানদোভস্কি। আলেহান্দ্রো বাল্দের পাস থেকে গোলটি করেন তিনি। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ইন্টার মিলান।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।