ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

বাফুফের কোর্টে বল ঠেললেন বাটলার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
বাফুফের কোর্টে বল ঠেললেন বাটলার

টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম শিরোপা জয়ে বাংলাদেশের কোচ ছিলেন গোলাম রব্বানী ছোটন।

এ বছর কোচের ভূমিকায় ছিলেন পিটার বাটলার। এই ইংলিশ কোচের সঙ্গে ডিসেম্বরের শেষে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বাফুফের।  

২০২৪ সাফজয়ী এই কোচের সঙ্গে চুক্তি নবায়ন করবে কিনা ফুটবল ফেডারেশন এই আলোচনা তুঙ্গে। আগামী ৪ ডিসেম্বর থেকে ছুটিতে যাচ্ছেন বাটলার। এর আগে চুক্তির বিষয়ে জানতে চাওয়া হলে বাফুফের কোর্টে বল ঠেলে দিলেন এই ইংলিশ কোচ।  

বড়দিন এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটিতে যাচ্ছেন বাটলার। ছুটি থেকে কবে ফিরবেন, এই বিষয়ে নিশ্চিত কোনো  তথ্য নেই। তবে যাওয়ার আগে বাটলারের সঙ্গে চুক্তি নবায়ন হচ্ছে না। এটা জানিয়েছেন তিনি নিজেই। ছুটি শেষে কবে ফিরবেন, এটাও নিশ্চিত নয়। কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বাটলারকে ওয়ান ওয়ে টিকেট দেওয়া হয়েছে।  

জানতে চাওয়া হলে বাংলানিউজকে বাটলার বলেন, ‌‌‌‘বাফুফের সঙ্গে চুক্তির বিষয়ে এখন আমার কিছু বলার নেই। বল এখন তাদের কোর্টে। তারা সিদ্ধান্ত নেবে। ’ ওয়ানওয়ে টিকিটের বিষয়েও হেসে সম্মতি জানিয়েছেন তিনি।  

সাফ চলাকালীন সময়ে নারী ফুটবলারদের সঙ্গে কোচের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। দলের অনেক ফুটবলারই নাকি বাটলারকে কোচ হিসেবে দেখতে চান না। সাফ জয় করে দেশে ফেরার পর বাটলারকে দায়িত্ব দেওয়া হয় অনুর্ধ্ব-২০ নারী দলের। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতে বয়সভিত্তিক এই সাফ আয়োজনের কথা রয়েছে। যদিও এ নিয়ে শঙ্কা রয়েছে। আয়োজকরা ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম দিয়েছিল। তবে নির্ধারিত সময়ে স্টেডিয়ামের ফ্লাডলাইট সংযোজন সম্ভব নয়। ফলে এই আসরের আয়োজক নাও থাকতে পারে বাংলাদেশ।  

নারী দলের কোচ হিসেবে নিজেকে সফল মনে করেন বাটলার। তিনি বলেন, ‘আমার কাজে আমি সন্তুষ্ট। আমি দেশবাসীকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছি। আমার জায়গা থেকে আমি নিজের কাজ ঠিকভাবেই করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি খেলোয়াড়দের উন্নতি করেছি এবং দলকে আকর্ষণীয় ও রোমাঞ্চকর ফুটবল খেলাতে পেরেছি। এছাড়া অনেক তরুণ ফুটবলারকে নিয়ে এসেছি আমি। এতে আমি গর্বিত। ’

বাংলাদেশ ফুটবল ফেডারেশন চুক্তি নবায়ন করতে চাইলে তাতে সম্মতি রয়েছে এই ইংলিশ কোচের। নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণও বলেছিলেন বাটলারের সঙ্গে চুক্তি নবায়ন করতে চান তারা। তবে নারী দলের ফুটবলারদের সঙ্গে এই ইংলিশ কোচের দ্বন্দ্ব কারোই অজানা নয়। এখন দেখার অপেক্ষা বাটলারের ভবিষ্যত নিয়ে কী সিদ্ধান্ত আসে বাফুফে থেকে।  

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।