ব্রেন্টফোর্ডের দুর্গে লিভারপুল শট নিয়েছে ৩৭ বার। কিন্তু গোল মাত্র দুটি, সেটাও ম্যাচের যোগ করা সময়ে।
প্রিমিয়ার লিগে সবশেষ দুই ম্যাচে ড্র করেছে লিভারপুল। লিগ কাপে টটেনহামের কাছে তো হেরেই বসে। আজও তেমন কিছুর শঙ্কা করেছিলেন স্লট। কিন্তু শিষ্যরা ভুল প্রমাণিত করেন তাকে।
তা নির্দ্বিধায় স্বীকার করে জয়ের পর স্লট বলেন, ‘ হ্যাঁ আমার সন্দেহ ছিল (লিভারপুলের গোল করা নিয়ে)। কারণ দুই গোল হওয়ার আগে আমার মনে হয়েছিল একই পরিণতি বারবার ঘটতে যাচ্ছে। ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে সবাই কথা বলতে থাকে। হ্যারি মাগুয়েরের মিস নিয়ে। অথচ এর আগে শেষ সাত মিনিটে আমরা তিনটি ভালো সুযোগ নষ্ট করেছি। ’
‘নটিংহামের পাশাপাশি টটেনহাম ম্যাচেও আমরা প্রচুর সুযোগ নষ্ট করেছি। এমন কিছুর পর আজ (গতকাল) শেষ পাঁচ মিনিটে আমরা গোল করব তা ভাবা কিছুটা অবাকের বিষয়। আমাদের প্রাপ্যটা না পাওয়ার খুব কাছাকাছি ছিলাম আমরা। কিন্তু খেলোয়াড়রা আমাকে আবারও ভুল প্রমাণ করেছে। গোল না করলে খবরের শিরোনাম হতো লিভারপুল আবার পয়েন্ট খুইয়েছে। কেউ বলত না যে, আমরা ৩৭ শট নিয়েছি, কত সুন্দর খেলা উপহার দিয়েছি৷’
এই জয়ে ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করেছে লিভারপুল।
বাংলাদেশ সময় : ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এএইচএস