শুরু থেকেই দাপুটে ফুটবল খেললো বসুন্ধরা কিংস। প্রথমার্ধেই এগিয়ে গেল তিন গোলে।
আজ প্রিমিয়ার লিগের ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। শুরুতে জোনাথন ফের্নান্দেসের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। কিছুক্ষণ পর ব্যবধান বাড়ান তপু বর্মন। বিরতির পর গোল পান রাকিব হোসেন ও মিগেল ফিগেইরা দামাশেনো।
ম্যাচের একাদশ মিনিটেই এগিয়ে যায় কিংস। দামাশেনোর পাস ধরে বক্স থেকে নিচু শটে জাল খুঁজে নেন জোনাথন। ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রানা। রাকিবের বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে মাথা ছুঁয়ে জালে পাঠিয়ে দেন এই মিডফিল্ডার। ৪২তম মিনিটে ব্যবধান আরও বাড়ান তপু। কর্ণার থেকে উড়ে আসা বল জনির পা থেকে হেডে লক্ষ্যভেদ করে কিংস ডিফেন্ডার।
বিরতির পর ৬৬তম মিনিটে দলকে আরও এগিয়ে নেন রাকিব। রফিকুলের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ৭৫তম মিনিটে শেষ গোলটি আসে দামাশেনোর পা থেকে।
দিনের আরেক ম্যাচে মোহামেডানকে ১-০ ব্যবধানে হারিয়েছে ফকিরেরপুল। ক্লাবটির হয়ে ৬৬তম মিনিটে একমাত্র গোলটি করেন সারদর জাখনব।
৯ ম্যাচে ৮ জয় ১ হারে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মোহামেডান। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আবাহনী লিমিটেড। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এলো কিংস।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
আরইউ