ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ফুটবল

সালাহর মাইলফলকের ম্যাচে লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
সালাহর মাইলফলকের ম্যাচে লিভারপুলের জয়

লিভারপুলের হয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। ঘরের মাঠ অ্যানফিল্ডে ক্লাবের হয়ে নিজের গোলের সেঞ্চুরি পূরণ করেছেন সালাহ।

সেই ম্যাচে লিভারপুল ৪-১ গোলে হারিয়েছে ইপউইচ টাউনকে। ২২ ম্যাচে শীর্ষে থাকা অলরেডদের পয়েন্ট ৫৩।

গতকাল ইপসউইচের বিপক্ষে জোড়া গোল করেছেন কোডি গাকপো। ১টি করে গোল করেন মোহাম্মদ সালাহ ও দমিনিক সোবোসলাই। আক্রমণাত্মক ফুটবল দিয়ে একাদশ মিনিটেই ম্যাচে লিড নেয় স্বাগতিক লিভারপুল। বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ এক শটে সোবোসলাই গোলটি করেন। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ। দারুণ ফর্মে থাকা এই তারকা এ নিয়ে প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে ১০০তম গোলের মাইলফলক পূর্ণ করেছেন। ইপিএলের চলতি মৌসুমে সালাহ’র ১৯তম এবং সব মিলিয়ে ২৩তম গোল হয়েছে। পরবর্তীতে ৪৪ ও ৬৬ মিনিটে গাকপো দুটি গোল করে বড় জয় নিশ্চিত করেন সিটির। ম্যাচের শেষদিকে ইপসউইচ এক গোল শোধ করে।

ইপিএলের টেবিলে শীর্ষে থাকা লিভারপুল তাদের দাপুটে অবস্থান আরও মজবুত করল। ২২ ম্যাচে আর্নে স্লটের দলটির পয়েন্ট ৫৩। একই রাতে (উলভসের বিপক্ষে) ১-০ গোলে জয় পাওয়া আর্সেনালের পয়েন্ট ৪৭। তার আছে টেবিলের দুইয়ে। তিনে থাকা নটিংহ্যাম ফরেস্ট তাদের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে আছে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।