কোচ বাটলারের অধীনে অনুশীলন করছেন না বাংলাদেশ নারী ফুটবল দলের ১৮ ফুটবলার। প্রধান কোচ হিসেবে বাটলারকে চান না তারা।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ এ মাসের ২৬ তারিখে এবং দ্বিতীয় ম্যাচ ২ মার্চে হবে। ম্যাচ দুটিকে সামনে রেখে নারী দলের ক্যাম্প চলছে। পুরোদমে অনুশীলন চলছে। আজ দুই বেলা অনুশীলন হয়েছে। অনুশীলনে অংশ নেননি ১৮ বিদ্রোহী ফুটবলার। যার মধ্যে ১৬ জন সাফজয়ী দলের সদস্য।
আসন্ন দুই ম্যাচের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারির পর স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কিরণ। বিদ্রোহী নারী ফুটবলাররা তাদের অবস্থানে অনড় থাকলে দল গঠনে কোনো প্ল্যান ‘বি’ রেডি রাখছে কিনা বাফুফে? এমন প্রশ্নের জবাবে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ পরিষ্কার বলে দিয়েছেন, কোনো প্ল্যান ‘বি’ নেই।
অন্যদিকে ভিন্ন পথে হাঁটছেন বাটলার। সিনিয়র ফুটবলারদের অপেক্ষায় যখন নারী উইংয়ের প্রধান, তখন নতুনদের নিয়ে কাজ করে যাচ্ছেন কোচ বাটলার। জানা গেছে, শনিবার সকালে ব্রাদার্স ইউনিয়নের মাঠে ৩১ জন জুনিয়র ফুটবলারকে অনুশীলন করিয়েছেন এই ব্রিটিশ কোচ। এরপর বিকেলে ২৬-২৭ জনের নতুন দল নিয়ে অনুশীলন করেছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেখানে মেয়েদের দুইভাগে ভাগ করে ম্যাচ প্র্যাকটিস করিয়েছেন।
ক্লোজডোর অনুশীলনে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা ছিল বটে, তবে স্টেডিয়ামের তিন তলায় বসে দূর থেকেই দেখা গেল তাদের অনুশীলন। যা দেখে ধারণা করা যায়, সংযুক্ত আরব আমিরাতে এই নতুনদের মধ্য থেকেই দল গঠন করতে চান বাটলার। দুপুরে বাফুফে ভবনে আগত সাংবাদিকদের তিনি বলেছেন, ‘যখন সময় হবে তখন দল ঘোষণা করা হবে। এখনও আমরা কাজ করছি। নতুন ভবিষ্যতের জন্য আমরা নতুন দল গঠন করছি। ’
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
এআর/এমএইচএম