ঢাকা, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

ফুটবল

সেভিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
সেভিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা গোলের পর বার্সার উল্লাস/ছবি: সংগৃহীত

শুরুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত বার্সেলোনার কাছে অসহায় আত্মসমর্পণ করল সেভিয়া।

সেভিয়ার ঘরের মাঠ থেকে ৪-১ গোলের বড় জয় নিয়ে ফিরেছে হান্সি ফ্লিকের শিষ্যরা।

গোল পেয়েছেন বার্সার রবার্ট লেভানডভস্কি, রাফিনিয়া, ফেরমিন লোপেজ ও এরিক গার্সিয়া। সেভিয়ার হয়ে একটি গোল শোধ করেছেন রুবেন ভার্গাস।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় বার্সা। রাফিনিয়ার ক্রসে ইনিগো মার্তিনেসের হেড পাসে পা বাড়িয়ে বল জালে পাঠান লেভা। লা লিগার এবারের আসরে ২২ ম্যাচে ১৯ গোল হলো তার। সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন পর্যন্ত শীর্ষে আছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পের গোল ১৬টি।

এগিয়ে যাওয়ার পরের মিনিটেই অবশ্য গোল হজম করে বার্সা। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে অফসাইডের ফাঁদ ভেঙে বক্সে ঢুকে দূরের পোস্টে পাস দেন সাউল নিগেস। সেখানে থাকা ভার্গাস সহজ সুযোগ হাতছাড়া করেননি। বাকি সময় গোল না হওয়ায় সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে গাভির বদলি নামেন লোপেজ। মাঠে নামার প্রথম মিনিটেই বার্সাকে এগিয়ে দেন তিনি। পেদ্রির ক্রসে লাফিয়ে হেডে গোল করেন লোপেজ। ৫৫তম মিনিটে ব্যবধান বাড়ান রাফিনিয়া। কুবার্সির পাসে বল পেয়ে বক্সে বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বল জালের ঠিকানায় পাঠান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৬০তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। সেভিয়ার জিব্রিলকে ফাউল করেন লোপেজ। শুরুতে হলুদ কার্ড দিলেও পরে ভিএআর দেখে লাল কার্ড দেখান রেফারি। তবে এতে ম্যাচের ওপর কোনো প্রভাব পড়েনি। উল্টো নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে সেভিয়ার জাল কাঁপান গার্সিয়া। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

এ নিয়ে ২৩ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তিনেই আছে বার্সা। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। আর শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫০ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।