নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেও ২-১ গোলে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি তারা।
চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথমে লেগে গতকাল রাতে ৩-২ গোলে জিতেছে লস ব্ল্যাঙ্কোসরা। সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সিটির হয়ে জোড়া গোল করেন আর্লিং হালান্ড। মাঝে কিলিয়ান এমবাপ্পে এক গোল শোধ করলে ৮৫তম মিনিটে পর্যন্ত এগিয়ে থাকে সিটি। পরে ব্রাহিম দিয়াজ ও জুড বেলিংহাম রিয়ালের জয় নিশ্চিত করেন।
ঘরের মাঠে শুরু থেকে দাপট দেখিয়েছে সিটিই। কিন্তু আক্রমণের দিক থেকে এগিয়ে ছিল রিয়াল। সিটি যেকগানে ১১টি শট নিয়েছে। বিপরীতে রিয়াল নিয়েছে ২০টি শট। এর মধ্যে সিটির ৪টি শট ছিল লক্ষ্যে, আর রিয়ালের ছিল ৮টি।
আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা লড়াইয়ের ১৯তম মিনিটেই হালান্ডের গোলে এগিয়ে যায় সিটি। জ্যাক গ্রিলিশের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সে ঢুকে পড়েন হালান্ড। তাকে পজিশনে পেয়ে হাওয়ায় ভাসানো পাস দেন ইংলিশ মিডফিল্ডার, সহজ সুযোগ নষ্ট না করেননি নরওয়েজিয়ান স্ট্রাইকার। তবে গোলের বাঁশি বাজানোর আগে ৪ মিনিট ধরে ভিএআর দেখেন রেফারি। ফলে উদযাপন কিছুটা বিলম্বিত হয় স্বাগতিকদের।
এগিয়ে যাওয়ার পর রক্ষণে জোর দেয় সিটি। কিন্তু ৩০তম মিনিটে তাদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায় গ্রিলিশের চোট। তাকে তুলে নিয়ে ফিল ফোডেনকে নামান সিটির কোচ পেপ গার্দিওলা। প্রথমার্ধের বাকি সময়ে একমাত্র ভালো সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। কিন্তু বক্সের ভেতর থেকে উড়িয়ে মেরে রিয়ালকে হতাশ করেন ফরাসি ফরোয়ার্ড।
বিরতির পরে আরও একবার সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। তবে ৬০তম মিনিটে তিনিই সমতায় ফেরান রিয়ালকে। ফেদ ভালভার্দের নেওয়া ফ্রি কিক সিটির এক ডিফেন্ডার আটকে ফিলেও বল যায় দাবি সেবায়োসের কাছে। সেবায়োস ক্রস বাড়ান এমবাপ্পের দিকে। ফরাসি তারকা ঠিকঠাক ভলি করতে পারেননি, কিন্তু বল জালে জড়িয়ে যায়।
খেলায় সমতা ফেরার পর ফের আক্রমণের ধার বাড়ায় সিটি। ৮০তম মিনিটে এগিয়েও যায় তারা। এবার রিয়ালের বক্সে ফাউলের শিকার হন ফোডেন, রেফারি পেনাল্টির বাঁশি বাজালে তা থেকে লক্ষ্যভেদ করেন হালান্ড। কিন্তু তাদের এই স্বস্তি কেড়ে নেন ব্রাহিম দিয়াজ। রদ্রিগোর বদলি নামা দিয়াজ ৮৪তম মিনিটে নেমে দুই মিনিটের মধ্যেই গোল করে রিয়ালকে সমতায় ফেরান। এরপর যোগ করা সময়ে রিয়ালকে জয়ের উল্লাসে ভাসান বেলিংহাম।
ফিরতি লেগ আগামী ১৯ ফেব্রুয়ারি, সান্তিয়াগো বার্নাব্যুতে।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এমএইচএম