চলতি মৌসুম শেষ করেই গুডিসন পার্ক ছেড়ে যাবে এভারটন। তাইতো গতকাল মার্সিসাইড ডার্বিটি এত গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য।
গতকাল রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে এভারটন। শুরুতে তাদের এগিয়ে নেন বেতো। কিছুক্ষণ পর সমতা টানেন আলেক্সিস মাক আলিস্তার। বিরতির পর মোহামেদ সালাহর গোলে এগিয়ে যায় সফরকারীরা। তবে শেষ মুহূর্তে গোলটি করে পয়েন্ট ছিনিয়ে নেন জেমস তার্কোভস্কি।
নিজেদের মাঠে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি এভারটন। একাদশ মিনিটে ফ্রিকিক থেকে বল পেয়ে বেতোকে খুঁজে নেন ব্র্যাথওয়েইট। বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করতে ভুল করেননি এই ফরোয়ার্ড। তবে সমতায় ফিরতে দেরি করেনি লিভারপুল। ষোড়শ মিনিটে সালাহর ক্রস থেকে হেডে জালে পাঠান মাক আলিস্তার।
বিরতির পর এগিয়ে যেতে পারত লিভারপুল। তবে দমিনিক সোবোসলাইয়ের শট ঠেকিয়ে দেন এভারটন গোলরক্ষক। ৫৩তম মিনিটে সুযোগ পায় এভারটন। কিন্তু বক্সে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট হেডে হতাশ করেন আব্দুলাই দুকুরে। ৭৩তম মিনিটে এগিয়ে যায় অল রেডসরা। কার্টিস জোন্সের শট প্রতিপক্ষের কারো পায়ে লেগে ফিরে আসে। সেই বল জোড়াল শটে জালে পাঠান সালাহ।
এভারটনকে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধের যোগ করা সময় পর্যন্ত। যদিও পাঁচ মিনিট যোগ করা হয়েছিল। তবে চলছিল খেলা। আট মিনিটে গিয়ে গোল পায় স্বাগতিকরা। আক্রমণে গিয়ে সতীর্থের হেড পাস পেয়ে ডান পায়ের জোরাল শটে লক্ষ্যভেদ করেন তার্কোভস্কি। তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন সবাই।
এক পয়েন্ট পেয়েও লাভ হয়েছে লিভারপুলের। ২৪ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ৭ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আর্সেনাল। ২৭ পয়েন্ট নিয়ে এভারটনের অবস্থান ১৫তম স্থানে।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
আরইউ