ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ফুটবল

২০৩৪ সৌদি বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
২০৩৪ সৌদি বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ ছবি: সংগৃহীত

গত বিশ্বকাপে কাতারে অ্যালকোহল পান নিষিদ্ধ নিয়ে তোলপাড় হয়েছিল। পরে আসর শুরুর দুদিন আগে নির্ধারিত কিছু জায়গায় অনুমতি দিয়েছিল তারা।

তবে সৌদি আরব হাঁটছে উল্টো পথে। ২০৩৪ বিশ্বকাপে অ্যালকোহল পানের সুযোগ থাকবে না দেশটিতে।

যুক্তরাজ্যে সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সাউদ জানান দেশটির সংস্কৃতি ও রীতিকে সম্মান দেখাতে হবে দর্শক-সমর্থকদের। তাই অ্যালকোহল থাকবে না স্টেডিয়ামের আশেপাশে। এমনকি কোনো হোটেলেও বিক্রি করা হবে না। কারণ এই দেশটিতে অ্যালকোহল নিষিদ্ধ। যদিও গত বছর অমুসলিম কূটনীতিকদের জন্য মদের দোকান খোলা হয়। তবে স্থানীয়দের ক্ষেত্রে কঠোরভাবে মেনে চলতে হয় এই নিষেধাজ্ঞা।

স্থানীয়দের মতো মুসলিপ্রধান এই দেশটিতে নিষেধাজ্ঞা মানতে হবে ২০৩৪ বিশ্বকাপ দেখতে আসা দর্শকরাও। এলবিসিকে সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘এই মুহূর্তে আমাদের ভাবনা হলো, অ্যালকোহলের অনুমতি আমরা দেব না। অ্যালকোহল ছাড়াও অনেক মজা হতে পারে। অ্যালকোহল পান করা তো শতভাগ জরুরি নয়। চলে যাওয়ার পর যদি আপনি পান করতে চান, সেটা আপনার ব্যাপার। তবে আমরা এটার অনুমতি দেব না বলেই আপাতত ঠিক করেছি। ’

গত বছর চাপের মুখে কাতার কিছু জায়গায় অ্যালকোহলের অনুমতি দিলেও সৌদি সেটা করবে না বলে জানিয়েছেন বান্দার আল সাউদ। বিশ্বকাপের জন্য নিজেদের সংস্কৃতি পরিবর্তন করতে পারবেন না জানিয়ে তিনি বলেন, ‘সব দেশেরই নিজস্ব সংস্কৃতি আছে। আমাদের সংস্কৃতির আওতার মধ্যে সবকিছুকে আমরা স্বাগত জানাব। তবে অন্যদের জন্য তো আমরা আমাদের সংস্কৃতি বদলাতে পারব না। ’

গত ডিসেম্বরে ঘোষণা করা হয় ২০৩৪ বিশ্বকাপ আয়োজক দেশের নাম। সৌদি আরব ছাড়া এই বিশ্বকাপ আয়োজনের লড়াইয়ে ছিল না কোনো প্রতিদ্বন্দ্বী।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।