ঢাকা, শনিবার, ১ ফাল্গুন ১৪৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ শাবান ১৪৪৬

ফুটবল

দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন লিভারপুল কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন লিভারপুল কোচ ছবি: সংগৃহীত

এভারটনের বিপক্ষে গুডিসন পার্কের শেষ ডার্বিতে জিততে পারেনি লিভারপুল। ম্যাচটি শেষে আবার লাল কার্ড দেখেন দলটির কোচ আর্না স্লট।

এবার তাকে দেওয়া হয়েছে দুই ম্যাচের নিষেধাজ্ঞা।  

গতকাল নিজেদের ওয়েসবাইটে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানায়, ‘আপত্তিকর, অপমানজনক বা অশালীন ভাষা ব্যবহারের জন্য’ স্লটকে লাল কার্ড দেখানো হয়। এই নিষেধাজ্ঞার ফলে প্রিমিয়ার লিগের আগামী দুই ম্যাচে অর্থাৎ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও অ্যাস্টন ভিলার বিপক্ষে ডাগআউটে থাকতে পারবেন না স্লট।  

গত বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে এভারটন। শুরুতে তাদের এগিয়ে নেন বেতো। কিছুক্ষণ পর সমতা টানেন আলেক্সিস মাক আলিস্তার। বিরতির পর মোহামেদ সালাহর গোলে এগিয়ে যায় সফরকারীরা। তবে শেষ মুহূর্তে গোলটি করে পয়েন্ট ছিনিয়ে নেন জেমস তার্কোভস্কি।  

শেষ এই গোলটি করার পর লিভারপুলের দর্শকসারির সামনে গিয়ে উল্লাসে ফেটে পড়ে তার্কোভস্কি। আর এতেই রেগে যান কার্টিস জোন্স। প্রতিবাদও জানান তখন। কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার পরই শুরু হয় হাতাহাতি। যেখানে যোগ দেন দুই দলের বেঞ্চের ফুটবলাররাও। এই ঘটনায় দুকরে ও জোন্সকেও লাল কার্ড দেখান রেফারি।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।