ঢাকা, রবিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ শাবান ১৪৪৬

ফুটবল

নাম বদলে বঙ্গবন্ধু স্টেডিয়াম এখন জাতীয় স্টেডিয়াম

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
নাম বদলে বঙ্গবন্ধু স্টেডিয়াম এখন জাতীয় স্টেডিয়াম ছবি: সংগৃহীত

গুলিস্তানে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই স্টেডিয়ামটি ‘জাতীয় স্টেডিয়াম’ নামে পরিচিত হবে।

 

বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনে স্থাপনার নাম পরিবর্তন নতুন কিছু নয়। এবারও পরিবর্তন হচ্ছে অনেক স্টেডিয়ামের নাম। এরই ধারাবাহিকতায় ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে’র নাম বদলে পূর্বের ‘ঢাকা স্টেডিয়াম’ করা হয়েছে।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) এনএসসি সচিব মো. আমিনুল ইসলাম সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত নিম্নোক্ত ক্রীড়া স্থাপনার নামকরণ নিম্নরুপে নির্দেশক্রমে নির্ধারণ করা হলো। ’

ওই প্রজ্ঞাপনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নামকরণ জাতীয় স্টেডিয়াম, ঢাকা করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপণের অনুলিপি জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প পরিচালক, স্টেডিয়ামের প্রশাসক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।