ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

ফুটবল

ক্যাম্প ছাড়লেন বিদ্রোহী ফুটবলাররা, জানেন না ভবিষ্যৎ কী

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
ক্যাম্প ছাড়লেন বিদ্রোহী ফুটবলাররা, জানেন না ভবিষ্যৎ কী

তাদের ছাড়াই দল সাজিয়েছেন প্রধান কোচ পিটার বাটলার। এরইমধ্যে নতুন দল নিয়ে তিনি চলে গেছেন প্রীতি ফুটবল ম্যাচ খেলতে।

এ অবস্থায় বিদ্রোহী ফুটবলাররা জানেন না তাদের ভবিষ্যৎ কী। এমন অনিশ্চয়তা নিয়েই ক্যাম্প ছেড়ে বাড়ি ফিরে গেছেন তারা।  

মেয়েরা ফিরে যাওয়ার আগে বাফুফে বলছিল, সব সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু কোচ পিটার বাটলারের অধীনে না খেলার সিদ্ধান্তে অনড় সাবিনারা। শেষ পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। এর মধ্যেই ছুটি নিয়ে বাড়ির পথ ধরেছেন বিদ্রোহী ফুটবলাররা। বাড়ি ফিরলেও আর ক্যাম্পে ফেরা হবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে নারী ফুটবলারদের। দাবি না মানলে অবসরের পথে হাঁটবেন, এমনটা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ফুটবলার।

কিছুদিন আগেই একুশে পদক পেয়েছেন নারী ফুটবলাররা। সেই পদক নিয়ে বাড়ির পথ ধরলেন তারা। অন্যদিকে বাটলারের পরিকল্পনা নতুনদের নিয়ে। তরুণদের নিয়েই এগিয়ে যেতে চান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফুটবলার বলেন, ‘আমরা আসলে জানি না পরে কি হবে। আমাদের ভবিষ্যৎ কি হবে তা আমিরাতের ম্যাচের পর আলোচনা করে সিদ্ধান্ত হবে। আগে এই ম্যাচটা যাক। আমরা আলোচনা করে ঠিক করবো। তবে বাটলারের সঙ্গে আমরা এখনো কাজ করতে চাই না। ’ 

আমিরাত যাওয়ার আগে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক আফঈদা খন্দকার বলেছিলেন সিনিয়রদের অভাব অনুভব করছেন না। এই বিষয়ে এক সিনিয়র ফুটবলার বলেছেন, ‘আসলে এসব নিয়ে এখন আর কথা বলতে চাই না। আমরা সব কিছু মিলিয়ে মানসিকভাবে ভালো নেই। একটু বিশ্রাম প্রয়োজন। আপাতত এসব থেকে একটু দূরে থাকতে চাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।