ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

ফুটবল

আমিরাতে পৌঁছেছে নারী ফুটবল দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
আমিরাতে পৌঁছেছে নারী ফুটবল দল সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ নারী ফুটবল দল/ছবি: বাফুফে

দুটি প্রীতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাফুফে জানিয়েছে, সোমবার মধ্যরাতে ঢাকা ছাড়ে দলটি।

আর মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৯টায় তারা পৌঁছায় আমিরাতে।

আগামীকাল ২৬ ফেব্রুয়ারি এবং ২ মার্চ ম্যাচ দুটি আয়োজিত হবে। প্রথমটি ফিফা প্রীতি ম্যাচ হলেও দ্বিতীয়টি ফিফা উইন্ডোর বাইরে পড়ায় শুধুই প্রীতি ম্যাচ। ম্যাচ দুটি সামনে রেখে গত বৃহস্পতিবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন প্রধান কোচ পিটার বাটলার। এই দলে জায়গা হয়নি সাফজয়ী দলের ১৮ জন বিদ্রোহী ফুটবলারের।  

এদিকে পিটার বাটলার যখন তরুণদের নিয়ে গড়া দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছেন, তখন বিদ্রোহীরা ক্যাম্প ছেড়ে ফিরে গেছেন বাড়িতে। বাটলারের ভাবনায় আপাতত তাদের জায়গা নেই। তরুণদের হাত ধরে ভবিষ্যতে এগিয়ে যেতে চান তিনি। যদিও দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, দরজা সকলের জন্য খোলা আছে। বিদ্রোহী ফুটবলাররা চাইলেই বিদ্রোহ ভেঙে যোগ দিতে পারেন দলে।  

বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন নারীদের বিদ্রোহ শেষ। বাটলার অধীনে ক্যাম্পে যোগ দিবেন তারা। তবে তেমনটি হয়নি। নারী ফুটবলারদের অবস্থান পরিষ্কার। এখনো বাটলারকে মেনে নিতে নারাজ তারা। আমিরাতের ম্যাচের ওপর নির্ভর করছে অনেক সমীকরণ। কোন দিকে যাবে বিদ্রোহীদের ভবিষ্যৎ তা অনেকটাই নির্ভর করছে এই দুই ম্যাচের ওপর।  

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।