ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

ফুটবল

শাস্তি পাওয়ার দিনে মেসির গোল, মায়ামির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
শাস্তি পাওয়ার দিনে মেসির গোল, মায়ামির জয় ছবি: সংগৃহীত

কনকাকাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে আজ কানসাস সিটির বিপক্ষে জয় পায় ইন্টার মায়ামি। এই জয়ে অবদান রাখেন লিওনেল মেসিও; প্রথম গোলটি আসে তার পা থেকে।

একইদিনে আরেক ম্যাচের আচরণবিধি লঙ্ঘন করে শাস্তি পান এই আর্জেন্টাইন।

গত রোববার (২৩ ফেব্রুয়ারি) মেজর লিগ সকারের ম্যাচে নিউইয়র্ক সিটির মুখোমুখি হয় ইন্টার মায়ামি। ওই ম্যাচে প্রতিপক্ষ কোচের ঘাড়ে হাত দেওয়ার জন্য শাস্তি পেয়েছেন মেসি। একই ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে হাত দিয়ে শাস্তি পেয়েছের লুইস সুয়ারেসও। আজ মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটি তাদের অর্থ জরিমানার সিদ্ধান্ত জানিয়েছে। যদিও টাকার পরিমাণ উল্লেখ করা হয়নি।

ম্যাচটি শেষ হওয়ার পর মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন মেসি। এর আগে রেফারির সঙ্গে তর্কাতর্কি করে হলুদ কার্ড দেখেন তিনি। পরে নিউইয়র্ক সিটির সহকারী কোচের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন এই আর্জেন্টাইন। তখন দুজন মায়ামি সহকারী কোচ তাকে থামানোরও চেষ্টা করেন। শুরুতে মেসি হাঁটা শুরু করলেও পরে এসে প্রতিপক্ষ কোচের ঘাড়ে হাত রাখেন এবং জোরে চেপে ধরেন। এই ঘটনারই শাস্তি পেয়েছন আজ।  

এদিকে আজ কনকাকাফ চ্যাম্পিয়নশিপে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে দ্বিতীয় লেগে কানসাস সিটির বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়লাভ করেছে ইন্টার মায়ামি। ম্যাচের ১৯তম মিনিটে দলকে এগিয়ে নেন মেসি। পরে ব্যবধান দ্বিগুণ করেন আলেন্দে। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরও একটি গোল করেন সুয়ারেজ। বিরতির পর কানসাসের হয়ে স্বান্তনাসূচক গোলটি করেন মেমো রদ্রিগেস। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের জয় নিয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোতে উঠেছে মেসির দল।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।