বার্সেলোনা ছেড়ে দুই বছর পিএসজিতে কাটিয়েছেন লিওনেল মেসি। কিন্তু ওই দুই বছর একেবারেই উপভোগ করেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড।
২০২১ সালে বার্সার সঙ্গে ২১ বছরের বাঁধন ছিন্ন করে ফরাসি ক্লাবটিতে যোগ দেন মেসি। এই ক্লাবের জার্সিতে দুই বছরে ৭৬ ম্যাচ খেলে ৩২ গোল করার পাশাপাশি ৩৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। কিন্তু এরপর আর চুক্তি নবায়ন না করে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি জমান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
ফ্রান্স ছাড়ার ব্যাপারে অ্যাপল মিউজিককে দেওয়া এক সাক্ষাৎকারে আটবারের ব্যালন ডি'অরজয়ী বলেন, 'মায়ামির হয়ে খেলতে আসা একটি সুযোগ এবং প্যারিসে আমার শেষ বছরে যা ঘটেছে, যদিও আমাকে সিদ্ধান্ত নিতেই হতো, কারণ আমাকে বার্সা ছাড়তে হয়েছে এবং ওই দুই বছর আমি উপভোগ করিনি। সেখানে প্রতিটি দিনই আমি অখুশি ছিলাম, অনুশীলন এবং ম্যাচ নিয়েও। সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়া আমার জন্য কঠিন ছিল। আমি মায়ামির ডাকে সাড়া দিয়েছিলাম, কারণ এই ক্লাবটির উন্নতি হচ্ছে, খুবই নতুন এবং ক্লাব হিসেবে মাত্র কয়েক বছর হয়েছে। '
মেসি পিএসজি ছেড়ে যাওয়ার পর কাতারি মালিকানার ক্লাবটির চেয়ারম্যান নাসের আল-খেলাইফি তার বিরুদ্ধে ফরাসি ক্লাবটিকে 'অসম্মান' করার অভিযোগ আনেন। ওই সময় মেসি বলেছিলেন, ক্লাবের সমর্থকদের একটি বড় অংশ তার সঙ্গে বাজে আচরণ করার কারণে দুই পক্ষের সম্পর্কের অবনতি হয়েছিল।
এদিকে মায়ামিতে মেসি ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিয়েছেন। ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪২ ম্যাচে ৩৬ গোল করেছেন তিনি। এছাড়া আছে ২০টি অ্যাসিস্টও। মেসির মাধ্যমে ক্লাব হিসেবে মায়ামির উত্থান হয়েছে নাটকীয়ভাবে। ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক হয়েছে মায়ামি, যেখানে ম্যানচেস্টার সিটি ও চেলসির সঙ্গে পিএসজিও অংশ নেবে।
ক্লাব বিশ্বকাপ নিয়ে আশান্বিত মেসি বলেন, 'আমি মনে করি, এটা ক্লাবের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া, যেটি হবে এই দেশেই (যুক্তরাষ্ট্র) এবং এমএলএস থেকে দুটি দল অংশ নেবে। এসব এমএলএস-কে লিগ হিসেবে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করছে। এতে অন্য খেলোয়াড়দের জন্য এখানে আসার এবং উন্নতি করার পথ তৈরি হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এমএইচএম