ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

ফুটবল

দুবাইয়ে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর মিশন 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
দুবাইয়ে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর মিশন 

দুবাইয়ে দুই ম্যাচ প্রীতি সিরিজের প্রথম ম্যাচে ৩-১ গোলে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তরুণ ফুটবলারদের সমন্বয়ে গড়া নতুন দল নিয়ে হারের পর অধিনায়ক আফঈদা খন্দকার ও বৃটিশ কোচ পিটার জেমস বাটলার দু’জনই হার থেকে শিক্ষণীয় বিষয় খুঁজছেন।

 

আমিরাতের কাছে ২৬ মার্চ ৩-১ গোলে হারা বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে আজ ইতিবাচক কিছু নিয়ে ফেরার সুযোগ। দুবাইয়ের আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে বাংলাদেশ সময় রাত ১০টায় দুদল ফের মুখোমুখি হবে। তবে এই ম্যাচটা ফিফার স্বীকৃতি পাচ্ছে না নির্ধারিত ম্যাচ উইন্ডোর বাইরে হওয়ায়। ব্রিটিশ কোচ পিটার বাটলারের গড়া নতুন বাংলাদেশ দল এই ম্যাচে নিশ্চিত হার এড়ানোর চেষ্টা করবে।

এর আগে ১৮ জন সিনিয়র ফুটবলারের বিদ্রোহে নতুন এক দল নিয়ে দুবাই যান পিটার বাটলার। সাবিনা খাতুন, কৃষ্ণা রানীদের ছাড়া নতুনদের নিয়ে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে অবশ্য কোনো অজুহাত দিতে চাইছেন না এই বৃটিশ কোচ। উল্টো শক্তিশালী আমিরাতের সঙ্গে মেয়েদের লড়াইয়ের মনোভাবের প্রশংসা করেছেন। তার বিশ্বাস ওই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ভালো খেলবে মেয়েরা।  

শনিবার সৌদি আরবে শুরু হয়েছে রমজান মাস। তাই একটু বেশি রাতেই দলকে সারতে হয়েছে এই ম্যাচের শেষ প্রস্তুতি। আজ রাতে দল হোটেল থেকে একেবারে বিমানে ওঠার প্রস্তুতি নিয়েই মাঠে যাবে। ম্যাচটা খেলেই দলকে চলে যেতে হবে বিমানবন্দরে ফেরার বিমান ধরতে। এর আগে তারা চেষ্টা করবে আগের ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পারফরম্যান্সে উন্নতি করতে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।